Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big Breaking: অসুস্থ শাহরুখ, ভর্তি করা হয় হাসপাতালে, কেমন আছেন কিং?

Shahrukh Hospitalized: শাহরুখ খান হাসপাতালে। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। এমন একটা ম্যাচ যায়নি, মাঠে হাজির থাকেননি। তিনি থাকা মানেই বিনোদন আকাশ ছুঁয়ে ফেলে। কেমন আছেন তিনি, বাড়ছে উদ্বেগ।

Big Breaking: অসুস্থ শাহরুখ, ভর্তি করা হয় হাসপাতালে, কেমন আছেন কিং?
শাহরুখ খান।
Follow Us:
| Updated on: May 22, 2024 | 7:23 PM

শাহরুখ খান হাসপাতালে। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। এমন একটা ম্যাচ যায়নি, মাঠে হাজির থাকেননি। তিনি থাকা মানেই বিনোদন আকাশ ছুঁয়ে ফেলে। টিম যদি জেতে মাঠ ঘোরেন, আর টিম যদি হারে ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটরদের তাতিয়ে দেন। এই শাহরুখ খানই আমেদাবাদের নরেন্দ্রমোদী স্টেডিয়ামে কেকেআর-এর প্লে-অফ দেখতে হাজির ছিলেন। তীব্র গরমে কিং খান অসুস্থ হয়ে পড়েছেন, এমনই খবর। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিং-কে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, তেমন চিন্তার কোনও কারণ নেই। কেডি হাসপাতালে ছিলেন তিনি। তবে ছেড়ে দেওয়া হয়েছে শাহরুখকে। ডিহাইড্রেশনের কারণে হিটস্ট্রোক হয় বলেই খবর।

সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। মাত্রা অতিরিক্ত গরমের সতর্কবার্তাও ছিল এদিন। আর সেই কারণেই ম্যাচের মাঝেই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান বলেই প্রাথমিক সূত্রে খবর। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়ছিল হাসপাতালে। খবর ছড়িয়ে পড়া মাত্রই সোশ্যাল মিডিয়া তোলপাড়া। সকলেই শাহরুখের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রচণ্ড গরমে নাজেহাল সকলেই। তবে কিং কথা দিয়েছিলেন টিমের ছেলেদের, তিনি প্রতিটা ম্যাচে উপস্থিত থাকবেন। থাকছেনও। তবে তারই মাঝে বিপত্তি। বাড়ছে চিন্তা। যদিও এতক্ষণে মিলেছে স্বস্তির খবর। শাহরুখ খান ভাল আছেন। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।