আব্রামের মুখে হাসি, মেসির সঙ্গে সেলফি তুলে দিলেন শাহরুখ

২০১১ সালের পর এটি লিওনেল মেসির প্রথম ভারত সফর। তার আগের সফরে, কিংবদন্তি ফুটবলার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন, যেখানে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল। তবে এবার স্মৃতিটা মোটেও সুখকর হল না।

আব্রামের মুখে হাসি, মেসির সঙ্গে সেলফি তুলে দিলেন শাহরুখ

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 13, 2025 | 2:12 PM

মেসি জ্বরে বুঁদ সকলে। শুক্রবার গভীর রাতে কলকাতায় পা রেখেছিলেন দুই তারকা, লিওনেল মেসি ও শাহরুখ খান। কিং খানের সঙ্গে এসেছিলেন খুদে স্টার আব্রাম খানও। আর শনিবার বাবার সঙ্গে মেসির সঙ্গে দেখা করে আব্রাম। শুধু তাই নয়, ছেলে আব্রামের সঙ্গে আর্জেন্টিনার ফুটবলার গ্রেট লিওনেল মেসির ছবিও তুলে দেন বলিউড বাদশা শাহরুখ।

কলকাতার এক বিলাশবহুল হোটেলে উঠেছেন ফুটবল তারকা। শনিবার তিনি সেখান থেকেই অনলাইনেই উদ্বোধন করেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তাঁর ৭০ ফুট উঁচু মূর্তির। এদিকে সল্টলেক স্টেডিয়ামে মিনিট ৩০ ছিলেন তিনি। ভিড় বাড়তে থাকায়, উপস্থিত জনতাকে সামাল দিতে না পারার কারণ, তড়িঘড়ি মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে মেসির সংবর্ধনায় হাজির থাকার কথা ছিল শহরুখ খান, সঙ্গে ছোট ছেলে আব্রামও।

আব্রামকে এদিন মেসি, তার সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলের সঙ্গে কিছু ছবি তুলতেও দেখা গিয়েছে। এমনকী, ফুটবল তারকাদের সঙ্গে ছেলে যখন বাক্য়ালাপে ব্যস্ত, তখন হাসি লেগে ছিল বাদশার মুখে। ছোট ছেলের চোখে মুখে খুশি দেখে শাহরুখ বেজায় আনন্দিত হয়েছিলেন, তা বোঝাই যাচ্ছিল।

প্রসঙ্গত, ২০১১ সালের পর এটি লিওনেল মেসির প্রথম ভারত সফর। তার আগের সফরে, কিংবদন্তি ফুটবলার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন, যেখানে আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল। তবে এবার স্মৃতিটা মোটেও সুখকর হল না। উত্তেজিত জনতাকে সামাল দিতে না পারায় বাতিল হল সম্বর্ধনা, আর কিছুক্ষণেই মধ্য়েই শহর ছাড়লেন কিং খান।