সম্পর্কে ফাটল? প্রথমদিন গেলেও অম্বানিদের বিয়ের দ্বিতীয় দিনে থাকছেন না শাহরুখ-গৌরী
Shahrukh-Ambani: বরাবরই অম্বানিদের ডাকে সাড়া দিতে দেখা গিয়েছে কিং খানকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কখনও নেচে, কখনও সকলের সঙ্গে আনন্দে গা ভাসিয়ে এই বিয়ের অনুষ্ঠানকে উপভোগ করেছেন তিনি। সুহানা থেকে শুরু করে গৌরী তালিকায় কে না ছিলেন।
অম্বানি পরিবারের গালা সেলিব্রেশন। অনন্ত অম্বানির বিয়ে মনে রাখবে গোটা দুনিয়া। দেশ বিদেশের নানা মানুষের সমাগমে এই বিয়ে হয়ে উঠেছে এক অন্যমাত্রার মিলন উৎসব। যেখানে হলি-বলি-টলি, নেতামন্ত্রী, থেকে শুরু করে গায়ক গায়িকা সকলেই মিলেমিশে একাকার। নব দম্পতিকে আশীর্বাদ করতে অম্বানিদের ডাকে ছুটে আসেননি, এমন কোনও অতিথি বোধহয় নেই বললেই চলে। পরপর দুই প্রিওয়েডিং থেকে শুরু করে বিয়ে, এক কথায় তাক লাগাচ্ছে গোটা দুনিয়াকে। আর এই পরিবারেরই খুব কাছের মানুষ শাহরুখ খান। বরাবরই অম্বানিদের ডাকে সাড়া দিতে দেখা গিয়েছে কিং খানকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কখনও নেচে, কখনও সকলের সঙ্গে আনন্দে গা ভাসিয়ে এই বিয়ের অনুষ্ঠানকে উপভোগ করেছেন তিনি। সুহানা থেকে শুরু করে গৌরী তালিকায় কে না ছিলেন।
বিয়ের রাতে সকলের নজরের কেন্দ্রে থাকা শাহরুখ খান রাত পোহাতেই দেশ ছাড়লেন? অনন্তের বিয়েতে শাহরুখ খানকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল সেই ভিডিয়ো। নিজে গিয়ে গিয়ে সকলের সঙ্গে দেখা করছিলেন। তবে বিয়ের পরের দিনের সেলিব্রেশনে সেই শাহরুখ খানই থাকছেন না! তবে কি সম্পর্কে ফাটল! বিয়ে বাড়িতে কী মন ভাঙল কারও? একেবারেই নয়। বরং সুসম্পর্কের জন্যই সুদূর লণ্ডন থেকে ছুটে এসেছিলেন শাহরুখ খান।
বেশ কয়েকমাস ধরে তিনি লন্ডনেই রয়েছেন। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারকে নিয়ে মুম্বই এসেছিলেন তিনি। এবার বিয়ের প্রথমদিনের অনুষ্ঠান মিটতেই পাড়ি দিলেন লন্ডনে। বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। আর সেই ব্যস্ততার মাঝেই এসেছিলেন অম্বানিদের ডাকে। তবে দ্বিতীয়দিন আর পারলেন না থাকতে। তাই সকাল হতেই শহর ছাড়লেন কিং।