Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: ‘এ কী কাণ্ড?’ ট্রোলেরে আকারে ইঙ্গিতে জবাব দিলেন শাহরুখ

Shah Rukh Khan: এই ছবিতে রয়েছে একাধিক চমক। শাহরুখ খান বেজায় জনপ্রিয় হয়েছেন তাঁর ট্রেলারেৈ মুক্তি পাওয়া শেষ অংশের গানে। ‘জওয়ান’ ছবির প্রিভিউয়ের শেষ দৃশ্যে অন্য লুকে ধরা দেন শাহরুখ।

Shah Rukh Khan: 'এ কী কাণ্ড?' ট্রোলেরে আকারে ইঙ্গিতে জবাব দিলেন শাহরুখ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 4:45 PM

পাঠান ছবির সময় থেকেই শাহরুখ খান ঠিক করেছিলেন, তিনি আর মিডিয়ার মুখোমুখি খুব একটা হবেন না। এমন কি শোনা গিয়েছিল শাহরুখ খান কোনও চ্যাট শোতেও আসবেন না। সেই কারমেই শেষে সিজনে তাঁকে কফি উইথ করণে পাওয়া যায়নি। শাহরুখ খান বর্তমানে তাঁর আগামী ছবির প্রচারে ব্যস্ত। তাই বলে কিং খান ভক্তদের থেকে মুখ ফিরিয়ে নেননি। শাহরুখ খান স্পষ্ট জনিয়েছিলেন, তিনি ঠিক সময় মতো হাজির হয়ে যাবেন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে কথা বলতে তাই #Askmeanything-এ মাঝে মধ্যেই উপস্থিতি চোখে পড়ে কিং খান। ভক্তদের ভালবাসতে পারেন, তবে সোজা কথার সোজা উত্তরও দিতে জানেন শাহরুখ। কোনও প্রশ্নে যদি তিনি অস্বস্তি বোধ করেন, তবে তিনি তার উত্তরও গুছিয়ে দিয়ে থাকেন। এবার তারও প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায়। এক ভক্ত তাঁকে প্রশ্ন করে বসলেন, আপনি খুব ভাল মানুষ। এই ছবিতে কি আপনার রোম্যান্টিক দিকটারও দেখা মিলবে? উত্তরে শাহরুখ খান জানালেন, সব দিকের দেখা মিলবে। সামনের দিক, পিছনের দিক, পাশাপাশি দিক, আপনি আমায় থ্রিডি-তে দেখতে পাবেন, চিন্তার কোনও কারণ নেই।

এই ছবিতে রয়েছে একাধিক চমক। শাহরুখ খান বেজায় জনপ্রিয় হয়েছেন তাঁর ট্রেলারেৈ মুক্তি পাওয়া শেষ অংশের গানে। ‘জওয়ান’ ছবির প্রিভিউয়ের শেষ দৃশ্যে অন্য লুকে ধরা দেন শাহরুখ। যেখানে বিস সাল বাদ ছবির ‘বেকরার করকে হমেঁ…’ গানে নাচতে দেখা যায় ন্যাড়া শাহরুখ খানকে। জানেন, এই গানের কোরিওগ্রাফার আর কেউ নন, খোদ শাহরুখ খান। যদিও আইডিয়া পরিচালক অ্যাটলির। এই খবর প্রকাশ্যে আসতেই তা সকলের নজর কেড়েছিল। ইতিমধ্যেই ছবির ৫ কোটি বাজেটের গান জিন্দা বান্দা মুক্তি পেয়ে গিয়েছে। এখন দেখার এই ছবি বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে।