Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুহারার কেমন বর হলে মোটেও মেনে নিতে পারবেন না কিং খান?

Shah Rukh Khan On Suhana Khan: তাঁর বড় দুই সন্তানই খোলামেলা জীবন যাপন করেন। পার্টি করা থেকে শুরু করে, বন্ধুদের সঙ্গে হ্যাংআউট, তালিকা থেকে বাদ পড়ে না কিছুই। বর্তমানে সুহানা খান তাঁর কেরিয়ার নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে চলতি বছরই সুহানা খান তাঁর পরবর্তী ছবির কাজ শুরু করবেন, যে ছবিতে শাহরুখ খানের থাকারও সম্ভাবনা।

| Updated on: Feb 21, 2024 | 10:00 PM
শাহরুখ খানের রাজকন্যা সুহানা খান। দুই ভাই এক বোন, শাহরুখের তিন সন্তানই তাঁর জগত। একাদিকবার তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি যা করেছেন, করছেন, তাঁরই সন্তানদের জন্যে।

শাহরুখ খানের রাজকন্যা সুহানা খান। দুই ভাই এক বোন, শাহরুখের তিন সন্তানই তাঁর জগত। একাদিকবার তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি যা করেছেন, করছেন, তাঁরই সন্তানদের জন্যে।

1 / 8
শাহরুখ খানের সন্তানদের বলিউডে আনতে চেয়েছিলেন অনেকেই। কিন্তু কিং খান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি এমনটা করবেন না। আগে তাঁর সন্তানদের লেখাপড়া শেষ হবে।

শাহরুখ খানের সন্তানদের বলিউডে আনতে চেয়েছিলেন অনেকেই। কিন্তু কিং খান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি এমনটা করবেন না। আগে তাঁর সন্তানদের লেখাপড়া শেষ হবে।

2 / 8
তার পর নিজেই দায়িত্ব নিয়ে দুই সন্তানের ডেবিউতে পাশে থেকেছেন কিং খান। শাহরুখ খান সন্তানদের নিয়ে প্রতিটা পদে পদে পরিকল্পনা করে থাকেন।

তার পর নিজেই দায়িত্ব নিয়ে দুই সন্তানের ডেবিউতে পাশে থেকেছেন কিং খান। শাহরুখ খান সন্তানদের নিয়ে প্রতিটা পদে পদে পরিকল্পনা করে থাকেন।

3 / 8
একটা বয়সের পর প্রেমও জীবনে দেখা দেবে, সেটা স্বাভাবিক। তাই নিজের মেয়ের প্রেম প্রসঙ্গেও মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, সুহানা প্রেম করলেও একপ্রকারের ছেলেকে তিনি মেনে নিতে পারবেন না।

একটা বয়সের পর প্রেমও জীবনে দেখা দেবে, সেটা স্বাভাবিক। তাই নিজের মেয়ের প্রেম প্রসঙ্গেও মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, সুহানা প্রেম করলেও একপ্রকারের ছেলেকে তিনি মেনে নিতে পারবেন না।

4 / 8
এক সাক্ষাৎকারে মজা করে বলেছিলেন, তাঁর করা চরিত্র রাহুল, হাজার হাজার মেয়ের স্বপ্ন হতে পারে, কিন্তু এমন ছেলের সঙ্গে সুহানা সম্পর্কে জড়িয়ে পড়ুক, তিনি তা চান না।

এক সাক্ষাৎকারে মজা করে বলেছিলেন, তাঁর করা চরিত্র রাহুল, হাজার হাজার মেয়ের স্বপ্ন হতে পারে, কিন্তু এমন ছেলের সঙ্গে সুহানা সম্পর্কে জড়িয়ে পড়ুক, তিনি তা চান না।

5 / 8
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই ধরনের ছেলেদের পর্দাতেই ভাল লাগে, এমন ছেলের সঙ্গে প্রেমের অনেক জ্বালা। শাহরুখ খান চান তাঁর ছেলে মেয়েদের জীবনে সম্পর্ক আসুক।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই ধরনের ছেলেদের পর্দাতেই ভাল লাগে, এমন ছেলের সঙ্গে প্রেমের অনেক জ্বালা। শাহরুখ খান চান তাঁর ছেলে মেয়েদের জীবনে সম্পর্ক আসুক।

6 / 8
সেই বিষয় কখনও কোনও নিষেধাজ্ঞা জাড়ি করতে দেখা যায়নি তাঁকে। তাঁর বড় দুই সন্তানই খোলামেলা জীবন যাপন করেন। পার্টি করা থেকে শুরু করে, বন্ধুদের সঙ্গে হ্যাংআউট, তালিকা থেকে বাদ পড়ে না কিছুই।

সেই বিষয় কখনও কোনও নিষেধাজ্ঞা জাড়ি করতে দেখা যায়নি তাঁকে। তাঁর বড় দুই সন্তানই খোলামেলা জীবন যাপন করেন। পার্টি করা থেকে শুরু করে, বন্ধুদের সঙ্গে হ্যাংআউট, তালিকা থেকে বাদ পড়ে না কিছুই।

7 / 8
বর্তমানে সুহানা খান তাঁর কেরিয়ার নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে চলতি বছরই সুহানা খান তাঁর পরবর্তী ছবির কাজ শুরু করবেন, যে ছবিতে শাহরুখ খানের থাকারও সম্ভাবনা।

বর্তমানে সুহানা খান তাঁর কেরিয়ার নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে চলতি বছরই সুহানা খান তাঁর পরবর্তী ছবির কাজ শুরু করবেন, যে ছবিতে শাহরুখ খানের থাকারও সম্ভাবনা।

8 / 8
Follow Us: