মুম্বই নগরীতে পাপারাৎজিদের নজর এড়ানো খুব একটা সহজ নয়। কোন সেলেব কখন কোথায় যাচ্ছেন, এক কথায় বলতে গেলে তা ধরে ফেলা বা হাতের খেলা। প্রতিটা মুহূর্তে গুচ্ছের ক্যামেরা সেলেবদের প্রতিটা গতিবিধিতে তাক করে রয়েছেন। বাড়ি থেকে বেরনো আর বাড়িতে ফেরা, এর মাঝের সময়টা কে কোথায় যাচ্ছেন, কে কার সঙ্গে দেখা করছেন, কে কোথায় গিয়ে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সবটাই ফ্রেমবন্দি হয়ে যায় পলকে। আর সেই সেলেব যদি হয়ে থাকেন শাহরুখ খান, তবে তো কথাই নেই। কিং খানের গাড়ি দেখা মাত্রই ছুটে যান পাপারাৎজিরা, আর সেখানে যদি কিং গাড়ি থেকে মেনে কোথাও যান, তবে তাঁর বেরনোর অপেক্ষায় যে হাজার হাজার মানুষ অপেক্ষা করবেন সেটাই স্বাভাবিক।
এবারও ঠিক তেমনই হল। হুডিতে মুখ ঢেকে হঠাৎ মুম্বইয়ের এক ক্লিনিকে হাজির কিং খান। এরপর তাঁর বেরনোর সময় ঘটল অঘটন। সামনেই ভিড়, দেখা মাত্রই তাঁর দেহরক্ষী ছাতা খুলে ঢেকে দিলেন কিং খানকে। তবুও উপচে পড়া ভিড় কিং-এর সামনে চলে আসায়, এক প্রকার তিনি রেগে গিয়েই একজনের হাত ঠেলে সরিয়ে দিলেন। শাহরুখের এই রূপ খুব একটা দেখা যায় না। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো এখন ভাইরাল।
কেউ লিখলেন, ইনি হয়তো শাহরুখ খান নন, তাঁর বডি ডবল। কেউ আবার লিখলেন, মেকআপ করে ছিলেন না বোধহয়। কেউ আবার ক্লিনিকের সামনে কিংকে দেখে উদ্বেগ প্রকার করে প্রশ্ন তুললেন তিনি কি অসুস্থ? শাহরুখ খান যদিও খুব একটা এমন ব্যবহার করেন না। তাই ভক্তরা কেউ কেউ এক কথায় বিশ্বাসই করে উঠতে পারলেন না যে তিনি কিং খান।