
গত দুই বছর ধরে খবরের শিরোনামে শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’। ‘পাঠান’ থেকে শুরু করে ‘জওয়ান’, অ্যাকশনে নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন কিং। রোম্যান্সের পাশাপাশি তিনি যে অ্যাকশনেও বাদশা, তা ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে সকলের। তাই আরও চমক নিয়ে পর্দায় আসতে চলেছেন কিং খান। গত কয়েকবছরে নিজেকে যেন সম্পূর্ণ ভেঙে গড়ছেন তিনি। তাই ‘কিং’ ছবির দিকে তাকিয়ে রয়েছেন সকলে। শাহরুখ খানও নিরাশ করতে রাজি নন দর্শকদের। তাই জোরকদমে চলছে অ্যাকশন দৃশ্যের শুট। আর তাতেই ঘটল বিপত্তি। বর্তমানে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে বিদেশে। সেখানেই চলবে চিকিৎসা।
তবে ‘কিং’ সেটে এই প্রথম নয়। শাহরুখ খান আগেও চোট পয়েছেন। ২০২৩ সালে ৪ জুলাই সেই খবর আসে সামনে। তখন তিনি মার্কিন মুলুকে শুট করতে ব্যস্ত ছিলেন। সেখানেই একটি শুটের দৃশ্যে নাকে চোট পান তিনি। গলগল করে রক্ত বেরতে শুরু হয়। দ্রুত শাহরুখকে লস এঞ্জেলসের এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলে তাঁর চিকিৎসা।
এবারও বেশ ভালই চোট পেয়েছেন তিনি। প্রাথমিকভাবে তাঁকে ১ মাস বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। এরপরই তাঁকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। প্রাথমিকসূত্রে খবর সেখানেই চলবে শাহরুখ খানের চিকিৎসা। করা হতে পারে ছোট্ট অস্ত্রোপচারও। শোনা যাচ্ছে চিকিৎসকের পরামর্শে, শাহরুখ খানকে অন্তত এক মাসের সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।