সেট থেকে ফাঁস ছবি, শাহরুখের ‘কিং’ লুকে ঝড় নেটপাড়ায়

‘কিং’ ছবি নিয়ে উত্তেজনার আরও এক বিশেষ কারণ, এই প্রথমবার শাহরুখ খান তাঁর কন্যা সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালে।

সেট থেকে ফাঁস ছবি, শাহরুখের কিং লুকে ঝড় নেটপাড়ায়

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 05, 2025 | 8:27 PM

বিরতির পর ফের শুটিং ফ্লোরে ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। কিছুদিন আগে কাঁধে চোট পেয়ে অস্ত্রোপচারের পর বিশ্রামে ছিলেন তিনি, যার ফলে থেমে ছিল তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর কাজ। তবে এবার মুম্বইয়ের একটি শ্যুটিং লোকেশন থেকে সামনে এলো নতুন ছবি—যেখানে শাহরুখকে দেখা গেল একেবারে ভিন্ন লুকে। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতা সাদা শার্ট, ধূসর চুল আর কালো সানগ্লাস পরে বের হচ্ছেন এক রেস্তোরাঁ থেকে, আর সেটে তখন জোরকদমে চলছিল লাইট-ক্যামেরা অ্যাকশনের প্রস্তুতি।

নতুন এই লুকেই ফের মাতিয়ে দিলেন তিনি অনুরাগীদের। শাহরুখের পাকা চুল আর ক্যাজুয়াল আউটফিট দেখে নেটদুনিয়ায় প্রশংসার বন্যা। কেউ লিখলেন, “এজিং নেভার লুকড সো গুড!”—আবার কেউ লিখেছেন, “উফফ, কিং ব্যাক ইন স্টাইল।” কেউ কেউ আবার রসিকতা করে বলেছেন, “এই লোকটা কি আদৌ বুড়ো হচ্ছে?” ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ‘কিং’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।

SRK spotted on the sets of King
byu/WolfAffectionatefk inBollyBlindsNGossip

‘কিং’ ছবি নিয়ে উত্তেজনার আরও এক বিশেষ কারণ, এই প্রথমবার শাহরুখ খান তাঁর কন্যা সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালে। ছবিতে অন্যান্য চরিত্রে থাকছেন জয়দীপ আহলাওয়াত, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরসহ একগুচ্ছ তারকা। শুরুর দিকে ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ, তবে পরবর্তীতে সেটি চলে যায় ‘পাঠান’-খ্যাত সিদ্ধার্থ আনন্দের হাতে। এখন দেখার, শাহরুখের ‘কিং’-বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে।