জনপ্রিয়তা হোক সাফল্য। যে কোনও নিরিখেই বলিউড (bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্য উচ্চতায় রয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এত সাফল্যের পরেও কিন্তু তিনি পতনের চিন্তা করেন। জায়গা ছেড়ে দেওয়ার ভাবনা তাঁরও আসে। এত পথ পেরিয়ে এসে নয় কিন্তু। কেরিয়ার শুরুর কয়েক বছরের মধ্যেই এ নিয়ে নিজস্ব ভাবনাচিন্তার কথা শেয়ার করেছিলেন শাহরুখ।
নয়ের দশকের শেষে এক সাক্ষাৎকারে নিজেদে দেব আনন্দের সঙ্গে তুলনা করেছিলেন শাহরুখ। সে সাক্ষাৎকারেই এসেছিল পতনেরও প্রসঙ্গ। শাহরুখ বলেছিলেন, “আমি কাজে ডুবে রয়েছি। সেই জায়গা থেকে দেখলে আমি হয়তো অনেকটা দেব (আনন্দ) সাহেবের মতো। আমি নিশ্চিত এক সময় আমারও পতন হবে। কিন্তু শীর্ষস্থান থেকে হঠাৎ পড়ে যাব না আমি। পতন হতেও কিছুটা সময় লাগবে।” শাহরুখের এই জীবনবোধ, এই জীবনদর্শনে মোহিত হয়েছিলেন তাঁর অনুরাগীদের একটা বড় অংশ।
আরও পড়ুন, সত্যিই কি মিজানের সঙ্গে প্রেম করছেন নভ্যা?
শাহরুখ জানিয়েছিলেন, তাঁর জীবনে কোনও দুশ্চিন্তা নেই। কোনও বিনিদ্র রাত কখনও কাটাতে হয়নি তাঁকে। কিন্তু তাঁরও ভয় রয়েছে। রাস্তায় যদি কখনও তাঁকে কেউ চিনতে না পারেন, সেদিন কী হবে, সেটাই নাকি শাহরুখের একমাত্র ভয়।
ক্যাটরিনা কইফ এবং অনুষ্কা শর্মার সঙ্গে ‘জিরো’-তে অভিনয় করেছিলেন শাহরুখ। সেটাই এখনও পর্যন্ত তাঁর মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। তারপর বেশ কিছুদিন কাজ থেকে নিজেকে যেন সরিয়ে নিয়েছিলেন কিং খান। করোনা পরিস্থিতির আগেই যেন তাঁর এই বদল লক্ষ্য করেছিলেন ইন্ডাস্ট্রির সদস্যরা। ‘জিরো’ বক্স অফিসে সাফল্য পায়নি বলেই কি নতুন কোনও ছবি শুরু করতে ভয় পাচ্ছিলেন শাহরুখ?
আরও পড়ুন, ‘থালাইভি’র পর ফের কোন রাজনীতিকের ভূমিকায় কঙ্গনা?
কিছুদিন আগেই ‘পাঠান’ ছবির শুটিং শুরু করেছেন শাহরুখ। সদ্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন তিনি। সে কারণেই কাজ থেকে দূরে ছিলেন। এমনকি কোনও চিত্রনাট্যও নাকি তিনি শোনেননি। শাহরুখের যুক্তি, “চিত্রনাট্য পছন্দ হলেই যদি আমি সিদ্ধান্ত নিতাম, আমাকে তখন থেকেই কাজ শুরু করতে হত। কিন্তু আমি তখনই কাজ শুরু করতে চাইনি।”