‘আমার মা আসলে…’, মনের কোন ব্যথা বলে ফেললেন শাহরুখ

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Jan 23, 2025 | 10:00 PM

ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে খুব একটা দেখা যায় না শাহরুখ খানকে। নিজের প্রয়াত বাবা-মা মহম্মদ খান ও লতিফ ফতিমাকে নিয়ে স্মৃতিচারণও খুব একটা করেন না তিনি। তবে এবার সে নিয়মেরই ব্যতিক্রম ঘটল। বাবা-মা’কে নিয়ে অনুভূতি উজাড় করলেন কিং খান।

আমার মা আসলে..., মনের কোন ব্যথা বলে ফেললেন শাহরুখ

Follow Us

ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে খুব একটা দেখা যায় না শাহরুখ খানকে। নিজের প্রয়াত বাবা-মা মহম্মদ খান ও লতিফ ফতিমাকে নিয়ে স্মৃতিচারণও খুব একটা করেন না তিনি। তবে এবার সে নিয়মেরই ব্যতিক্রম ঘটল। বাবা-মা’কে নিয়ে অনুভূতি উজাড় করলেন কিং খান। ছেলে যে এত নাম করেছেন তা দেখে যাওয়ার সৌভাগ্য হয়নি শাহরুখের বাবা-মায়ের। তা নিয়ে শাহরুখের অন্তরে ব্যথা আজও বিদ্দমান।

তাঁর কথায়, “আমার ছবি করতে চাইতাম। তবে যখন আমি সিনে জগতে যোগ দিলাম ততদিনে আমার বাবা-মা কেউই আর বেঁচে নেই। সব সময় মনে হত বড় বড় ছবি করব। যাতে স্বর্গ থেকে বাবা-মা দেখতে পায়।” শাহরুখ আজও মনে করেন, তাঁর মা আসলে আকাশের তারা। তাঁর কথায়, “আমি বোধহয় জানিও আকাশের কোন তারাটা আমার মা।” শাহরুখ মনে করেন, তাঁর অভিনীত ‘দেবদাস’ ছবিটি দেখে দারুণ ভাল লাগত তাঁর মায়ের।

তিনি যোগ করেন, “অনেক বর্ষীয়ান অভিনেতা আমাকে ওই ছবি করতে বারণ করেছিল। তবে আমি সেই নিষেধ শুনিনি। মায়ের জন্যই ছবিটা করতে চাইতাম। যাতে মা’কে বলতে পারি, দেখো মা তোমার ছেলে ‘দেবদাস’ করেছে।” ২০০২ সালে মুক্তি পেয়েছিল দেবদাস ছবিটি। ছবির মুখ্য চরিত্রে ছিলেন শাহরুখ। অন্যদিকে পারো ও চন্দ্রমুখী চরিত্রে দেখা গিয়েছিল যথাক্রমে ঐশ্বর্যা রাই বচ্চন ও মাধুরী দীক্ষিতকে।

Next Article