AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্যানের সঙ্গে সেলফি তুলতে নারাজ শাহরুখ! চটে গিয়ে বাদশা যা করলেন…

শাহরুখ যখন মঞ্চে পুরস্কার তুলে দিচ্ছেন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হঠাৎই ফোন বের করে সেলফি তোলার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই ঘটে বিপত্তি। শাহরুখ অত্যন্ত শান্তভাবে ওই ব্যক্তির হাত থেকে ফোনটি কেড়ে নেন এবং তাঁকে সামনের দিকে অর্থাৎ অফিশিয়াল ক্যামেরার দিকে তাকাতে বলেন।

ফ্যানের সঙ্গে সেলফি তুলতে নারাজ শাহরুখ! চটে গিয়ে বাদশা যা করলেন...
| Updated on: Jan 20, 2026 | 1:27 PM
Share

রিয়াদের ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মঞ্চ। চারদিকে আলোর রোশনাই আর বিশ্বমানের তারকাদের ভিড়। সেই মঞ্চেই পুরস্কার প্রদান করতে উঠেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু সেখানেই এক অনুরাগী আবদার করে বসলেন সেলফির। আর তার পরেই শাহরুখ যা করলেন, তা নিয়ে এখন দুই ভাগে বিভক্ত নেট দুনিয়া। একদল একে ‘অহংকার’ বললেও, অন্য এক পক্ষ দাঁড়িয়েছেন বাদশার পাশে।

ঠিক কী ঘটেছিল সেই রাতে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে , শাহরুখ যখন মঞ্চে পুরস্কার তুলে দিচ্ছেন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হঠাৎই ফোন বের করে সেলফি তোলার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তেই ঘটে বিপত্তি। শাহরুখ অত্যন্ত শান্তভাবে ওই ব্যক্তির হাত থেকে ফোনটি কেড়ে নেন এবং তাঁকে সামনের দিকে অর্থাৎ অফিশিয়াল ক্যামেরার দিকে তাকাতে বলেন।

এখানেই শেষ নয়, মুহূর্তকাল পরে অন্য এক ব্যক্তিও একই চেষ্টা করলে শাহরুখ পুনরায় তাকে ইশারায় সামনে তাকাতে বলেন। এরপর তিনি মুচকি হেসে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন এবং পেশাদার ভঙ্গিতে মূল ক্যামেরার সামনে পোজ দেন।

View on Threads

তর্ক-বিতর্কের ঝড় ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। থ্রেডস-এ শেয়ার হওয়া ওই ক্লিপের নিচে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে।

অনেকের মতেই শাহরুখের আচরণ কিছুটা রূঢ় ছিল। সরাসরি হাত থেকে ফোন নিয়ে নেওয়াটা হয়তো এড়িয়ে যাওয়া যেত। বাদশার অনুরাগীদের দাবি, বড় মাপের আন্তর্জাতিক অনুষ্ঠানে কিছু প্রোটোকল মেনে চলতে হয়। মঞ্চে পুরস্কার দেওয়ার সময় ব্যক্তিগত সেলফি তোলা ওই অনুষ্ঠানের গাম্ভীর্য নষ্ট করে। শাহরুখ যা করেছেন তা অত্যন্ত বিচক্ষণতার পরিচয়। তিনি আসলে ওই ব্যক্তিকে মূল ক্যামেরার দিকে তাকাতে সাহায্য করেছেন যাতে ছবিটা নিখুঁত আসে।

শাহরুখের মতো মেগাস্টাররা সবসময়ই কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকেন। বিশেষ করে বিদেশের মাটিতে বড় অনুষ্ঠানে যেখানে কড়া প্রোটোকল থাকে, সেখানে হুটহাট সেলফির আবদার অনেক সময় পরিস্থিতিকে জটিল করে তোলে। যদিও এই বিষয়ে শাহরুখের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।