বাজিগরের বাজিমাত, ৩৩ বছর পর শাহরুখের মুকুটে জাতীয় পুরস্কারের পালক

একের পর এক হিট ছবি দিয়েছেন সিনেইন্ডাস্ট্রিকে। ৫০ পেড়িয়ে তাঁকেই শুনতে হয়েছে, 'কেরিয়ার শেষ'। 'এবার অবসর নেওয়া উচিত'। আর ঠিক তখনই নিজেকে গোপনে তৈরি করছিলেন বাদশা। ফিরলেন ২০২৩-এ। একের পর এক ঝড় তোলে ছবি।

বাজিগরের বাজিমাত, ৩৩ বছর পর শাহরুখের মুকুটে জাতীয় পুরস্কারের পালক

| Edited By: জয়িতা চন্দ্র

Aug 01, 2025 | 7:37 PM

দীর্ঘ ৩৩ বছরের কেরিয়ার। সেই ‘সার্কাস’ থেকে শুরু। দিল্লি থেকে একবুক আশা নিয়ে মায়ানগরীতে পা রেখেছিলেন তিনি। দেখতে ছিমছাম, কোনও দিক থেকেই তাঁকে ‘নায়ক’ বলে মনে হয়নি অনেকেরই। কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, ‘কে এই ছেলেটি?’ তিনি ছিলেন বলিউডের ভবিষ্যৎ। হিন্দি ছবির বাদশা, শাহরুখ খান। পকেটে মাত্র কয়েকটা টাকা আর একবুক স্বপ্ন। নিজের স্বপ্নসুন্দরীকে খুঁজতে-খুঁজতে পৌঁছে গিয়েছিলেন মুম্বইতে। আর সেখান থেকেই এক অন্য কাহিনি শুরু। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়া, মানুষের মধ্যে পরিচিতি তৈরি করা। দীর্ঘক্ষণ অপেক্ষা, টাকা না পেয়ে কাজ করা থেকে অপমান, তাঁর লড়াইয়ের তালিকা থেকে বাদ থাকেনি কিছুই। সহ্য করেছেন তিনি সবটা। তবুও ছেলেটি আশা ছাড়েনি। লড়াই রেখেছিলেন জারি। চেয়েছিলেন ‘ভিলেন’ হতে, হয়ে উঠলেন ‘স্বপ্নের নায়ক’ ‘বাজিগর’।

একের পর এক হিট ছবি দিয়েছেন সিনেইন্ডাস্ট্রিকে। ৫০ পেড়িয়ে তাঁকেই শুনতে হয়েছে, ‘কেরিয়ার শেষ’। ‘এবার অবসর নেওয়া উচিত’। আর ঠিক তখনই নিজেকে গোপনে তৈরি করছিলেন বাদশা। ফিরলেন ২০২৩-এ। একের পর এক ঝড় তোলে ছবি। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’। নয়া শাহরুখকে দেখে চমকে গেলেন দর্শক। আর সেই ব্লকবাস্টার সালই শাহরুখের অপূর্ণ ইচ্ছে করল পূরণ। এনে দিল জাতীয় পুরস্কার। ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরে এই পুরস্কার তাঁর হাতে আসেনি। একবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাওয়ার্ড হাতে নিয়ে শাহরুখ খান বলেছিলেন, তিনি কখনও জাতীয় পুরস্কার পাননি। অন্যান্য পুরস্কার ও মানুষের ভালবাসাই তাঁর কাছে বড় প্রাপ্তী। আর আজ, অর্থাৎ ১ অগাস্ট ২০২৫, শাহরুখ খানের নাম উঠে এল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকায়।

‘জওয়ান’ ছবির জন্যে সেরা অভিনেতা বিভাগে বিজয়ী হলেন শাহরুখ খান। ২০২৩ সালে এই ছবি বক্স অফিসে ১০০০কোটির বেশি ব্যবসা করেছিল। দেশের নানান স্তরের সমস্যা নিয়ে তৈরি এই গল্পে মোট ৭ লুকে ধরা দিয়েছিলেন শাহরুখ। ছিল তাঁর ডবল রোল। অ্যাকশন থেকে অভিনয়, টানটান উত্তেজনায় ভরপুর এই ছবি দর্শক মনে জায়গা করে নিয়েছিল রাতারাতি। এবার সেই জওয়ান শাহরুখের ঝুলিতে এনে দিল জাতীয় পুরস্কার। কিং খানের সঙ্গে বিক্রান্ত মাসীও পেলেন সেরা অভিনেতার পুরস্কার 12th Fail ছবির জন্যে।