ভারত-পাক সীমান্তে টেনশন বাড়তেই বড় সিদ্ধান্ত শাহরুখের! কী করলেন কিং খান?
মেটগালায় অংশ নিয়ে, সেই অনুষ্ঠানের নানা ছবি শাহরুখের সোশাল মিডিয়ায় শেয়ার হলেও, পহেলগাঁও হত্যালীলা কিংবা অপারেশন সিঁদুর নিয়ে শাহরুখের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এবার নাকি শাহরুখ বড় সিদ্ধান্ত নিতে চলেছেন!

অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন বলিউডের প্রায় সব তারকাই। তবে শাহরুখ খানের থেকে এই বিষয়ে কোনও মন্তব্য না পাওয়ায় স্বভাবতই নেটদুনিয়ায় নানা প্রশ্নের সূত্রপাত হয়েছিল। মেটগালায় অংশ নিয়ে, সেই অনুষ্ঠানের নানা ছবি শাহরুখের সোশাল মিডিয়ায় শেয়ার হলেও, পহেলগাঁও হত্যালীলা কিংবা অপারেশন সিঁদুর নিয়ে শাহরুখের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এবার নাকি শাহরুখ বড় সিদ্ধান্ত নিতে চলেছেন!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল শাহরুখের কিং ছবির শুটিং। দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে সেই শুটিংই নাকি আপাতত পিছিয়ে দিতে চলেছেন শাহরুখ। তবে এই নিয়ে কানাঘুষো শোনা গেলেও, শাহরুখের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বরাবরই চমক দিতে ভালবাসেন শাহরুখ খান। আর সেই চমক একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে ‘কিং’ অবতার! এমনকী, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র পর ফের ব্লকবাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু। কোনও আপোসে যাচ্ছেন না। আর তাই তো হঠাৎ করেই ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে, সিদ্ধার্থ আনন্দ! হ্যাঁ, মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে কোমরের দড়ি আরও শক্ত করে বাঁধছেন শাহরুখ। কেননা, শাহরুখ তাঁর এই ‘কিং’ ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।
শাহরুখ যে কিং নামের এক থ্রিলার ছবি বানাচ্ছেন, সে খবর নতুন নয়। তবে নতুন খবর হল, ‘জওয়ান’ ছবির পর এই ছবিতেও নাকি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে! সূত্রের খবর, ‘কিং’ ছবিতে সুহানা খানের মা এবং শাহরুখের প্রাক্তন প্রেমিকার চরিত্রেই থাকছেন দীপিকা। কেমিও চরিত্র হলেও, দীপিকা নাকি এই ছবির বড় চমক।





