শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের সম্পর্ক বেশ ভাল- -এ কথা সকলেরই জানা। ইন্ডাস্ট্রিতে ‘সিনিয়র’ হওয়ার সুবাদে অমিতাভ বচ্চনকে দারুণ সম্মান করেন শাহরুখ। তবে বছর কয়েক আগে অভিষেকের ‘শয়তানি’র কারণে বাবা অমিতাভকে টেনে এনেছিলেন শাহরুখ। প্রশ্ন তুলেছিলেন তাঁর শিক্ষা নিয়েও।
কী হয়েছিল? ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রচারের সময় পুরো টিম হাজির হয়েছিল ‘কউন বনেগা ক্রোড়পতি’র সেটে। ওই ছবিতে শাহরুখ খান ছাড়াও ছিলেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও নাসিরুদ্দিন শাহের ছেলে ভিভান শাহ। তাঁরাও হাজির হয়েছিল অমিতাভের ওই নন-ফিকশন শো-য়ে। সেখানেই অমিতাভের সামনেই এক ঘটনার উল্লেখ করতে দেখা যায় শাহরুখকে। তিনি বলেন, ” শুটিংয়ের সময় ফারহা আমায় বারবার করে বলতো ভিভান ও অভিষেক আমায় ভীষণ বিরক্ত করছে। বারবার করে আমার ছবি সামাজিক মাধ্যমে আপলোড করে দিচ্ছে। আমি ওকে বলি, অভিষেকের বাবা অমিতাভ বচ্চন, ভিভানের বাবা নাসিরুদ্দিন শাহ। এঁরা দুজন বাপ হয়ে যখন কিছুই শেখাতে পারেনি তখন আমি আর কে!”
কথাটি শুনে সকলেই হেসেছিলেন তবে নেটিজেনদের একটা বড় অংশের মনে হয়েছিল, এই ‘মজা’ ভালভাবে নেননি অমিতাভ। তিনি নাকি বিরক্ত হয়েছিলেন। হাজার হোক, শাহরুখ তাঁর সন্তান-সম। তাঁর কাছে এ হেন মজা, আশাই করেননি অমিতাভ!