‘জার্সি’র শুটিং শেষ করলেন শাহিদ কপূর

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 15, 2020 | 6:28 PM

‘জার্সি' ছবির শুটিং শেষ করলেন শাহিদ কপূর। শুটিং শেষে আবেগঘন টুইট নায়কের

‘জার্সির শুটিং শেষ করলেন শাহিদ কপূর
'জার্সি'র লুকে শাহিদ

Follow Us

জার্সিছবির শুটিং শেষ করলেন শাহিদ কপূর (Shahid Kapoor)। ২০১৯ এর ব্লকবাস্টার তেলেগু ছবি জার্সির রিমেক এই ছবি। যার তেলেগু এবং হিন্দি ছবির নাম এক। এখানে ক্রিকেটারের চরিত্রে শাহিদকে দেখবেন দর্শকরা। এই বছরের গোড়াতেই শুরু হয় ছবির শুটিং। কিন্তু করোনার জন্য মার্চে বন্ধ হয়ে যায় কাজ। লকডাউন, করোনা পরিস্থিতি কাটিয়ে আবার পুরোনো ছন্দে ফিরছে সবাই। তেমনই তৈরি টিম জার্সিও। অক্টোবরে দ্বিতীয় দফায় শুটিং শুরু করেন পরিচালক গৌতম তিন্নাউরি (Gowtam Tinnanuri)। দেরাদুন, চন্ডিগড়সহ বিভিন্ন লোকেশনে হয়েছে ছবির শুটিং।

শুটিং শেষে এই আবেগঘন টুইটটি করলেন শাহিদ। লিখলেন কভিডের মধ্যে ৪৭ দিনের শুটিং। সত্যিই অবিশ্বাস্য। আমি আমার পুরো টিমের জন্য ভীষণই গর্বিত। এটি অলৌকিক ঘটনার থেকে কম কিছু নয়। ইউনিটের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাতে চাই যারা প্রতিদিন এত ঝুঁকি নিয়ে সেই কাজ করেছে যা আমাদের ভালবাসা’।

আরোও পড়ুনঃ সেরে উঠছেন রাহুল, হাসপাতাল থেকে পোস্ট করলেন ছবি

জার্সি’ একজন দক্ষ অথচ ব্যর্থ ক্রিকেটারের কাহিনি। যে শুধুমাত্র নিজের সন্তানের ইচ্ছেপুরণের জন্য ৩০ এর কোঠায় এসে আবারও মাঠে ফেরার স্বপ্ন দেখে। শাহিদ কপূর ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রবীণ অভিনেতা পঙ্কজ কপূর, ম্রুণাল ঠাকুরসহ আরও অনেককে।

Next Article