AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সেরে উঠছেন রাহুল, হাসপাতাল থেকে পোস্ট করলেন ছবি

মিরা রোড হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা Rahul Roy। দ্রুত সেরে উঠছেন রাহুল। তাঁর স্পিচ থেরাপি চিকিৎসা চলছে। কারগিলে ‘LAC: লিভ দ্য ব্যাটেল’-এর শুটিং করছিলেন রাহুল। শুটিংয়ে মাঝে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেতা। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁকে প্রথমে ভর্তি করা হয়। কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়োছিল। আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেতা। অস্ত্রপচারও হয়।   আরও পড়ুন আঁকা-কবিতার সংকলনে […]

সেরে উঠছেন রাহুল, হাসপাতাল থেকে পোস্ট করলেন ছবি
হাসপাতালে অভিনেতা রাহুল।
| Updated on: Dec 15, 2020 | 5:50 PM
Share

মিরা রোড হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা Rahul Roy। দ্রুত সেরে উঠছেন রাহুল। তাঁর স্পিচ থেরাপি চিকিৎসা চলছে। কারগিলে ‘LAC: লিভ দ্য ব্যাটেল’-এর শুটিং করছিলেন রাহুল। শুটিংয়ে মাঝে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেতা।

মুম্বইয়ের নানাবতী হাসপাতালে তাঁকে প্রথমে ভর্তি করা হয়। কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়োছিল। আইসিইউতে ভর্তি ছিলেন অভিনেতা। অস্ত্রপচারও হয়।

আরও পড়ুন আঁকা-কবিতার সংকলনে সংসারে ফিরবেন ‘অপু’

তবে, গত ৮ ডিসেম্বর সকালে তাঁকে ভর্তি করা হয় মিরা রোডের হাসপাতালে। রাহুলের শ্যালক রমীর সেন জানান, সেখানে স্পিচ থেরাপির চিকিৎসা শুরু হয় অভিনেতার। তিনি বলেন আর কিছু রাহুলকে সম্পূর্ণভাবে সেরে উঠতে বেশ কিছু সপ্তাহ লাগবে। মঙ্গলবার রাগুল তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের ছবিও পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে হাসি মুখে অভিনেতা ব্রেকফাস্ট খাচ্ছেন। ঠিক তার পরের দুটো ছবিতে বোন প্রিয়াঙ্কাকেও দেখা যাচ্ছে তাঁর সঙ্গে।

ক্যাপশানে লেখেন, “১৯তম দিনে হাসপাতালের ব্রেকফাস্ট উপভোগ করছি। ডাক্তার এবং আমার বোন প্রিয়াঙ্কা আমাকে কড়া ডায়েটে রেখেছেন। সবাইকে ভালবাসা।”

শুটিংয়ে ব্রেন স্ট্রোকের পর অভিনেতাকে প্রথম নিয়ে যাওয়া হয় কার্গিলের মিলিটারি হাসপাতালে। সিটিস্ক্যান করার পর গত বুধবার মিলিটারি হেলিকপ্টারে শ্রীনগর এবং পরে নানাবতী হাসপাতালে নিয়া যাওয়া হয়।

প্রসঙ্গত, কার্গিলে ‘LAC: লিভ দ্য ব্যাটেল’-এর ১৭ দিনের শুটিং শিডিউল চলছিল। শুটিং শেষ হওয়ার দু’দিনের মাথায় অভিনেতা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।