‘কেন ‘পদ্মাবত’ করেছিলাম’, আফসোসের শেষ নেই শাহিদ কাপুরের

শাহিদের কেরিয়ারে এরকম ছবির অংশ হওয়া ভুল সিদ্ধান্ত, এমনটা প্রকাশ্য়ে বলেন কিছু সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ। একটা সাক্ষাত্‍কারে নায়ক স্বয়ং সেই কথা স্বীকার করে নিতে দ্বিধা বোধ করলেন না। তাঁর বক্তব্য, ''এই বিষয়টা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। সকলে খুব ভালো কাজ করেছিলেন ছবিটায়। তবে আমার কিছু সময় মনে হয়েছে, কেন 'পদ্মাবত' করেছিলাম। এটা ঠিক যে এমন ভাবনা আমার মনের মধ্যে এসেছে।''

কেন পদ্মাবত করেছিলাম, আফসোসের শেষ নেই শাহিদ কাপুরের

| Edited By: Bhaswati Ghosh

May 21, 2025 | 1:03 PM

সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘পদ্মাবত’ অত্যন্ত জনপ্রিয় ছবি। তবে খলনায়কের চরিত্রে অভিনয় করেও, এই ছবির ক্ষীর খেয়েছিলেন রণবীর সিং। আর দীপিকাী পাড়ুকোন ছিলেন ছবিটির মধ্যমণি। দীপিকার বর, এক রাজার চরিত্রে অভিনয় করেছিলেন শাহিদ। তবে ছবিটায় তাঁর যে খুব কিছু করার ছিল সেটা নয়।

শাহিদের কেরিয়ারে এরকম ছবির অংশ হওয়া ভুল সিদ্ধান্ত, এমনটা প্রকাশ্য়ে বলেন কিছু সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ। একটা সাক্ষাত্‍কারে নায়ক স্বয়ং সেই কথা স্বীকার করে নিতে দ্বিধা বোধ করলেন না। তাঁর বক্তব্য, ”এই বিষয়টা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। সকলে খুব ভালো কাজ করেছিলেন ছবিটায়। তবে আমার কিছু সময় মনে হয়েছে, কেন ‘পদ্মাবত’ করেছিলাম। এটা ঠিক যে এমন ভাবনা আমার মনের মধ্যে এসেছে।”

শাহিদের এমন কথা বলার ধরন থেকেই একেবারে স্পষ্ট, ছবিটা করার জন্য তিনি আফসোস করেছেন। বিশেষ করে ‘কবীর সিং’-এর মতো ছবি যখন তিনি একার ঘাড়ে টেনে নিয়ে গিয়েছিলেন, তখন রণবীর-দীপিকার তুলনায় একটা ফিকে চরিত্রে অভিনয় করাটা ফাঁদ ছাড়া কিছুই নয়। যদিও সঞ্জয় লীলা বনশালীর পরবর্তী ছবিতে রণবীর কাপুর আর আলিয়া ভাটের সঙ্গে রয়েছেন ভিকি কৌশল। শাহিদের সঙ্গে যা হয়েছে, সেটাই যে ভিকির সঙ্গে ঘটবে না, সেটা আশা করা যায়।

‘পদ্মাবত’ বা ‘কবীর সিং’-এর মতো ছবির পরে শাহিদ আর হিট পাননি। এই বছর তাঁর ছবি বড়পর্দায় মুক্তি পেলেও, মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। সামনের দু’ বছরে শাহিদ আদৌ কোনও হিট পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।