১৭তে আত্মহত্যার চেষ্টা মহেশ-কন্যা শাহিনের, শুনেই কেঁদে ফেললেন আলিয়া

লক্ষণীয় মহেশ ভাটের প্রথম দুই সন্তান পূজা ভাট আর রাহুল ভাট। রাহুল ভাটও মন খুলে কথা বলেন জীবন নিয়ে। পূজা ভাটের কেরিয়ার বলিউডে যে পর্যায়ে যেতে পারত, তা যায়নি বলেও চর্চা তুঙ্গে। একইভাবে শাহিন আর আলিয়া, মহেশ ভাটের দ্বিতীয় বিয়ের সূত্রে দুই সন্তান সোনার চামচ মুখে নিয়ে জন্মালেও, তাঁদের পথচলার বিষয়টা সহজ হয়নি।

১৭তে আত্মহত্যার চেষ্টা মহেশ-কন্যা শাহিনের, শুনেই কেঁদে ফেললেন আলিয়া

| Edited By: Bhaswati Ghosh

Jul 08, 2025 | 10:26 AM

বলিউডে তারকা পুত্র বা কন্যাদের জীবন সুখের হয়, এমনটা অনেক সময়ে ধরে নেওয়া হয়। তবে আলোর পিছনে কতটা অন্ধকার থাকে, সেটা বারবারই উঠে এসেছে বিভিন্ন সাক্ষাত্‍কারে। এবার শাহিন ভাট আর আলিয়া ভাটের সাক্ষাত্‍কারেও উঠে এলো এমনই কথা। পুরোনো এই ইন্টারভিউ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে শাহিন বলেন, ”১৭-১৮ বছর বয়সেই আত্মহত্যার চেষ্টা করেছিলাম আমি।” শাহিনের এই মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়াতে নানা জন বিভিন্ন কথা লিখছেন। একজন লিখেছেন, ”১৭-১৮তে কেউ আত্মহত্যাপ্রবণ হয়ে পড়েছেন মানে, তাঁর শৈশব জুড়ে কষ্ট। অনেক কিছু না পাওয়া, মানিয়ে নিতে না পারার জন্য যন্ত্রণা-ছটফটানি সবই রয়েছে।”

শাহিনের এমন কথা শোনার পরই পাশে বসে কান্না চেপে রাখতে পারেন না আলিয়া। আলিয়া ব্যাখ্যা করেন, ”শাহিন আমার জীবনের অন্যতম প্রিয় মানুষ। ও শুধু আমার দিদি সেই কারণে নয়। ছোট থেকেই আমার মনে হয়েছে, মানুষ হিসাবে ও খুব ভালো। কোনও ভালোবাসার মানুষ, যখন এমন কথা বলে, তখন সেটা কষ্ট পাওয়ার মতোই হয়।” আলিয়া অবশ্য বছরের পর বছর ডিপ্রেশনে থেকেছেন এমন নয়। ডিপ্রেশন বরং বেশি করে চেপে ধরেছিল বলিউডের আর এক অন্যতম সেরা নায়িকা দীপিকা পাড়ুকোনকে।

লক্ষণীয় মহেশ ভাটের প্রথম দুই সন্তান পূজা ভাট আর রাহুল ভাট। রাহুল ভাটও মন খুলে কথা বলেন জীবন নিয়ে। পূজা ভাটের কেরিয়ার বলিউডে যে পর্যায়ে যেতে পারত, তা যায়নি বলেও চর্চা তুঙ্গে। একইভাবে শাহিন আর আলিয়া, মহেশ ভাটের দ্বিতীয় বিয়ের সূত্রে দুই সন্তান সোনার চামচ মুখে নিয়ে জন্মালেও, তাঁদের পথচলার বিষয়টা সহজ হয়নি।