কলকাতায় পার্টিতে বাংলাদেশের শাকিব-জয়া, টলিউডের কে-কে ছিলেন?

সম্প্রতি একটা ইভেন্টে আসার কথা ছিল বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর। তিনি শেষ মুহূর্তে ভারতে আসা বাতিল করলেন। তবে জয়া ভারতে এসেছেন শুটিং করতে। সুপারহিট ছবি ‘অর্ধাঙ্গিনী’ তৈরি করার পর পরিচালক কৌশিক গঙ্গোপাধ‍্যায় এবার হাত দিচ্ছেন ‘অর্ধাঙ্গিনী টু' তৈরির কাজে। সামনেই তাঁর ঘোষণা পর্ব রয়েছে। সেই ছবির কাজের জন‍্যও জয়া এখন ভারতে।

কলকাতায় পার্টিতে বাংলাদেশের শাকিব-জয়া, টলিউডের কে-কে ছিলেন?

| Edited By: Bhaswati Ghosh

May 26, 2025 | 1:07 PM

ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। তবে সেই আবহাওয়া সিনেমার উপর যাতে প্রভাব না ফেলে, তার জন‍্য সতর্ক দুই বাংলার প্রযোজক-পরিচালকরা। আগামী ঈদে সিনেমাহলে আসবে শাকিব খান-জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’ ছবিটা। যে ছবির কাজে বেশ কিছুদিন ধরেই ভারতে আছেন পরিচালক রায়হান রাফী। গত সপ্তাহান্তে প্রযোজক মহেন্দ্র সোনি আর শ্রীকান্ত মোহতার উদ‍্যোগে একটা পার্টিতে দেখা গেল রাফীকে । সঙ্গে ছিলেন শাকিব আর জয়া।

সম্প্রতি একটা ইভেন্টে আসার কথা ছিল বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর। তিনি শেষ মুহূর্তে ভারতে আসা বাতিল করলেন। তবে জয়া ভারতে এসেছেন শুটিং করতে। সুপারহিট ছবি ‘অর্ধাঙ্গিনী’ তৈরি করার পর পরিচালক কৌশিক গঙ্গোপাধ‍্যায় এবার হাত দিচ্ছেন ‘অর্ধাঙ্গিনী টু’ তৈরির কাজে। সামনেই তাঁর ঘোষণা পর্ব রয়েছে। সেই ছবির কাজের জন‍্যও জয়া এখন ভারতে।

শাকিব-জয়ার সঙ্গে টলিউডের এই পার্টিতে ছিলেন প্র‍যোজক শ্রীকান্ত মোহতা। পরমব্রত চট্টোপাধ‍্যায় আর অনির্বাণ ভট্টাচার্য পৌঁছে গিয়েছিলেন। শাকিব খানের পাশে দেখা গিয়েছে দুই নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় আর শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়কে। শাকিব খানের সঙ্গে কাজ করেছেন দুই নায়িকাই। এই পার্টির যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেখানে ভারতের এই দুই নায়িকার পাশেই দেখা গেল শাকিবকে। এই পার্টিতে আমন্ত্রিতের তালিকায় ছিলেন রাজ চক্রবর্তী, গৌরব চট্টোপাধ‍্যায় থেকে অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়।

ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের কী প্রভাব পড়বে সিনেমা বা ওটিটি কনটেন্টের উপর, তার দিকে তাকিয়ে সিনেমাপ্রেমীরা। যতই নেগেটিভ প্রভাব এড়াতে চান শিল্পীরা, দেশের নাগরিকরা সেই পথে হাঁটতে চান কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন।লক্ষণীয় ‘হাওয়া’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ বা ‘প্রিয়তমা’-র মতো ছবি দেখতে শহরের দর্শকরা এর আগে টিকিট কাটেননি। তাই ‘তাণ্ডব’ নিয়ে এপারের দর্শকদের মধ‍্যে উৎসাহ থাকবে, তা আশা করা যায় না। যদিও ‘অর্ধাঙ্গিনী টু’ ঘিরে এখন থেকেই দর্শকদের মধ‍্যে আগ্রহ রয়েছে।