
রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের প্রেম এক সময়ে চর্চার কেন্দ্রে ছিল। দীপিকা প্রায় জীবনটাই দিয়ে ফেলেছিলেন রণবীরকে। সেভাবে আবর্তিত হত তাঁর জীবন। পরে অবশ্য সেই প্রেম ভেঙে যায়। দীপিকা রণবীর সিংকে বিয়ে করে খুশি। এদিকে রণবীর কাপুর বিয়ে করেছেন আলিয়া ভাটকে। তবে রণবীর কাপুরের দাদু এক সময়ে নাতির সঙ্গে দীপিকার বিয়ের স্বপ্ন দেখেছিলেন।
২০১০ সালে শাম্মি একটা সাক্ষাত্কার দিয়েছিলেন। সেখানে দীপিকা তাঁর নাতবৌ হতে পারতেন কিনা সে কথা জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তরে শাম্মি বলেছিলেন, ”দীপিকা কিছুদিন সিঙ্গল থাকতে পারে। তারপর ঠিক সময়ে আমি ওঁকে রণবীরকে (কাপুর) বিয়ে করার প্রস্তাব দেবো। ওঁরা জুটি হিসাবে দারুণ।” শাম্মি যোগ করেছিলেন, ”ওঁরা জুটি হিসাবে ভালো কারণ রণবীরকে দেখতে সুন্দর। দীপিকাকেও দেখতে সুন্দর। রণবীর লম্বা। দীপিকাও লম্বা। আমাদের সময়ে এমন মেয়ে পাওয়া যেত না।”
পাশাপাশি রণবীর-দীপিকাকে বেশ মানাবে এমনই মনে করেছিলেন শাম্মি। তবে দীপিকা-রণবীর কাপুরের বহু অনুরাগীর মতোই শাম্মির ইচ্ছা পূরণ হয়নি। এমনকী দীপিকা পরবর্তীকালে রণবীরকে নিয়ে সাক্ষাত্কারে যা- যা বলেছিলেন, তাতে তাঁদের সম্পর্ক যে ভালো নয়, সেটা মনে হয়েছিল। তবে এখন জল অনেক গড়িয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুর-আলিয়া ভাটের মধ্যে।
রণবীর কাপুর আর দীপিকার ছাড়াছাড়ি হয়ে গেলেও, তাঁদের প্রেমপর্ব কিন্তু আজও চর্চায়। যে কারণে শাম্মির এমন মন্তব্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে দীপিকা আর ছবি করবেন কিনা, তা নিয়েও প্রশ্ন করেন অনুরাগীরা।