কান-এ সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’, সাজে সম্মোহন শর্মিলা-সিমির

কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ১৯৭০ সালের কালজয়ী ছবি ‘অরণ্যের দিনরাত্রি’-র রিস্টোরড সংস্করণ 'কান ক্লাসিক' বিভাগে প্রদর্শিত হয়। (যা পুনরুদ্ধার করেছেন মার্কিন পরিচালক ওয়েস অ্যান্ডারসন)।

কান-এ সত্যজিতের অরণ্যের দিনরাত্রি, সাজে সম্মোহন শর্মিলা-সিমির

| Edited By: জয়িতা চন্দ্র

May 20, 2025 | 5:49 PM

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসব ২০২৫। সকলের নজরে এখন এই চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট থেকে শুরু করে বিশেষ ছবির স্ক্রিনিং-এ। এবার ভারতের দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল সেই উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ১৯৭০ সালের কালজয়ী ছবি ‘অরণ্যের দিনরাত্রি’-র রিস্টোরড সংস্করণ ‘কান ক্লাসিক’ বিভাগে প্রদর্শিত হল। (যা পুনরুদ্ধার করেছেন মার্কিন পরিচালক ওয়েস অ্যান্ডারসন)। আর সেই স্ক্রিনিং উপলক্ষ্যেই কান-এ হাজির তাঁরা। পোশাক থেকে সাজের রূচিতে দেশের সংস্কৃতিকে বজায় রেখেই সকলের নজর কাড়লেন দুই নায়িকা। রেডকার্পেটে শর্মিলা ঠাকুর উপস্থিত হলেন শাড়ি পরেই। তাঁদের পোশাকের রুচি বিশ্বের দরবারে নজর কাড়ল। রাতারাতি নেটপাড়ার চর্চার অংশও হয়ে উঠল।

‘অরণ্যের দিনরাত্রি’ নায়িকা হিসেবে এই বিশেষ প্রদর্শনীতেই অংশ নেন শর্মিলা ঠাকুর। পরনে ছিল তাঁর এক গাঢ় সবুজ হ্যান্ডওভেন শাড়ি, যাতে ছিল সূক্ষ্ম সোনালি জরির পাড় ও মোটিফের কাজ করা। সোনার হার, কানে ছোট দুল এবং খুব চেনা লুকে চুলের স্টাইলে ধরা দিলেন তিনি। অন্যদিকে, একই ছবির কাস্ট সিমি গারেওয়াল কান-এ প্রথম পা রাখলেন ৭৭ বছর বয়সে। তিনি আবার এক সাদা কাস্টম মেড গাউন পরে সকলের নজর কাড়েন। তাঁর স্কার্টে সূক্ষ্ম থ্রেডওয়ার্ক, মুক্তোর কাজ করা জ্যাকেট, স্টেটমেন্ট চোকার ও গাঢ় লিপস্টিকও ফ্যাশন দুনিয়ার নজর কেড়েছে। এক কথায় দুই নায়িকাকে দেখে সকলেই প্রশংসায় পঞ্চমুখ।

প্রসঙ্গত, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‘অরণ্যের দিনরাত্রি’ উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় এই ছবি তৈরি করেন। এই ছবিতে অভিনয় করেছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, সমিত ভঞ্জ, রবি ঘোষ, পাহাড়ী সান্যাল, শর্মিলা ঠাকুর, কাবেরি বসু, সিমি গারেওয়াল ও অপর্না সেন।