AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাদার্স ডে উপলক্ষ্যে নিলামে নিজেদের ব্যক্তিগত সংগ্রহের জিনিসপত্র দান করবেন সোহা-শর্মিলা

‘সল্ট স্কাউট’ ওয়েবসাইটের মাধ্যমে জামাকাপড় বিক্রয় করা হবে। যেখানে ক্রেতারা ব্যবহারযোগ্য জামাকাপড়ে কিনতে পারবেন।

মাদার্স ডে উপলক্ষ্যে নিলামে নিজেদের ব্যক্তিগত সংগ্রহের জিনিসপত্র দান করবেন সোহা-শর্মিলা
আদর: মা ও মেয়ে
| Updated on: May 08, 2021 | 11:18 AM
Share

কোনও কিছুর প্রকৃত মূল্য বোঝা যায় যখন তা হারিয়ে যায়। “গত বছর আমায় শিখিয়েছে ভালবাসার মানুষদের আরও কদর করতে এবং জীবনে কী গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আরও তীক্ষ্ণ করে তুলেছে,” বললেন সোহা আলি খান।

মাতৃত্ব দিবসে সোহা আলি খান এবং মা শর্মিলার ভার্চুয়াল চ্যারিটির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন। যখন বলিউডের জনপ্রিয় সেলেবরা প্যান্ডেমিকের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অক্সিজেন সিলিন্ডার থেকে খাবারদাবার কিংবা হাসপাতালের বেডের খোঁজ চালাচ্ছেন, সেখানে মা-মেয়েও পাশে দাঁড়ালেন সমাজের কঠিন সময়ে। সোহা-শর্মিলা পশুর যত্নের উদ্যোগ নিয়ে নিজের ব্যক্তিগত সংগ্রহের জিনিষপত্তর নিলামে দান করতে চলেছেন।

আরও পড়ুন ধনুষ অভিনীত ‘কর্ণন’ এবার মুক্তি পেতে চলেছে অ্যামাজন প্রাইমে

“যদিও আমরা ঘরে বসে আছি, আমরা সকলেই অবদানের উপায় খুঁজতে পারি। নিজেদের ঘরের মধ্যে থেকে বেড়িয়ে আসতে পারে তহবিলে অনুদানের সাহায্য। (এটি) পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের অবদান। এই বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ চলে যাবে (পতৌদি ট্রাস্ট) এবং ওয়ার্ল্ড ফর অল—যা একটি স্বেচ্ছাসেবী সংস্থা, এই মহামারীতে প্রাণী কল্যাণমূলক কাজে প্রশংসনীয় হয়েছে,” সোহা বলেন।

শর্মিলা ঠাকুর এ প্রসঙ্গে আরও বলেন, “চ্যারিটর জন্য অর্থ জোগাড় করা ছাড়াও, যখন মানুষ ব্যবহারযোগ্য পণ্য কেনেন, তা পরিবেশের জন্য উপকারী। আমাদের সম্মিলিত ব্যবহৃত পণ্য প্রায় ৮,৪৬,৫২৭.৯২ লিটার জল এবং ২,০৭০.৬৮ কেজি কার্বন সাশ্রয় করবে।”

অনুমানগুলি গণনা করা হবে এনভারোমেন্টাল ক্যালকুলেটরের মাধ্যমে। মা-মেয়ে ডুয়ো আরমানিস এবং পশমিনাস থেকে ককটেল ড্রেস এবং মজাদার টি-শার্ট নিলামে রাখতে চলেছেন। ‘সল্ট স্কাউট’ ওয়েবসাইটের মাধ্যমে জামাকাপড় বিক্রয় করা হবে। যেখানে ক্রেতারা ব্যবহারযোগ্য জামাকাপড়ে বিনিয়োগ করে কার্বন সাশ্রয় করতে তাঁদের অবদান দেখতে পাবে।