
কান চলচ্চিত্র উত্সবে এবার ‘অরণ্যের দিনরাত্রি’ ছবি নিয়ে পৌঁছে গিয়েছেন শর্মিলা ঠাকুর আর সিমি গারেওয়াল। এই ছবি দেখে মুগ্ধ সেখানের দর্শক। কান-এ বসে একটা সাক্ষাত্কার দিয়েছেন শর্মিলা ঠাকুর। সেখানে তিনি উল্লেখ করলেন, একবার সত্যজিত্ রায়ের সাক্ষাত্কার নিয়েছিলেন তিনি। সেখানে কিংবদন্তি পরিচালককে প্রশ্ন করেছিলেন, কোন ছবি তাঁর সবচেয়ে প্রিয়। উত্তরে সত্যজিত্ ‘চারুলতা’ ছবিটার কথা বলেন। পরিচালক যে অপু ট্রিলজি তৈরি করেছিলেন, সেটাও তাঁর খুব পছন্দের এ কথা জানিয়েছিলেন। শর্মিলার কথায়, ”উনি বলেছিলেন, ”আমার যে ছবি পছন্দ, তাতে তুমি রয়েছ””।
‘অরণ্যের দিনরাত্রি’ ছবির নায়িকা হিসেবে এবার কান-এ অংশ নেন শর্মিলা ঠাকুর। পরনে ছিল তাঁর এক গাঢ় সবুজ হ্যান্ডওভেন শাড়ি, যাতে ছিল সূক্ষ্ম সোনালি জরির পাড় ও মোটিফের কাজ করা। সোনার হার, কানে ছোট দুল এবং খুব চেনা লুকে চুলের স্টাইলে ধরা দিলেন তিনি। অন্যদিকে, একই ছবির কাস্ট সিমি গারেওয়াল কান-এ প্রথম পা রাখলেন ৭৭ বছর বয়সে। তিনি আবার এক সাদা কাস্টম মেড গাউন পরে সকলের নজর কাড়েন। তাঁর স্কার্টে সূক্ষ্ম থ্রেডওয়ার্ক, মুক্তোর কাজ করা জ্যাকেট, স্টেটমেন্ট চোকার ও গাঢ় লিপস্টিকও ফ্যাশন দুনিয়ার নজর কেড়েছে। এক কথায় দুই নায়িকাকে দেখে সকলেই প্রশংসায় পঞ্চমুখ।
কান-এ এবার ঐশ্বর্য রাই বচ্চনের সাজ নজর কেড়ে নিয়েছে। শাড়িতে-সিঁদুরে প্রথম দিন সেজেছিলেন নায়িকা। পর দিন পরেছেন গাউন। অনেক বাঙালি সিনেমাপ্রেমীর মতে, ঐশ্বর্য আর শর্মিলাকে শাড়িতে সবচেয়ে সুন্দর দেখতে লেগেছে কান-এ।