
‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই চর্চায় দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের জুটি ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। আর সেই সূত্র ধরে আলোচনায় চলে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রীর ‘ধূমকেতু’ প্রথম থেকেই উদযাপন করছিলেন তিনি। তবে এই ট্রেলার লঞ্চের সন্ধ্যার পরই রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটা পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। শতাব্দী সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”কীরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।
“আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে
তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা,ঠিক একই পথ ধরে।”