সাইবার ক্রাইমে একসঙ্গে ‘ফাঁসলেন’ শ্রীলেখা মিত্র এবং সাহেব চট্টোপাধ্যায়!
একসঙ্গে সাইবার ক্রাইমে ‘ফাঁসলেন’ শ্রীলেখা মিত্র এবং সাহেব চট্টোপাধ্যায়! কী এমন সাইবার ক্রাইম করলেন তাঁরা?
একসঙ্গে সাইবার ক্রাইমে ‘ফাঁসলেন’ শ্রীলেখা মিত্র এবং সাহেব চট্টোপাধ্যায়! কী এমন সাইবার ক্রাইম করলেন তাঁরা?
পরিচালক শিলাদিত্য মৌলিক সাইবার ক্রাইম নিয়ে ওঁর নতুন ছোট ছবির শুটিং শুরু করলেন। মৌলিকের ছোট ছবিতেই অনেক দিন পর একসঙ্গে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র এবং সাহেব চট্টোপাধ্যায়। ছবির নাম ‘ দ্য ইনসাইড জব’। ৩০ মিনিটের এই ছোট ছবির শুটিং মূলত হবে কলকাতার আশেপাশে। ছবি প্রসঙ্গে পরিচালক বলেন “ সাইবার ক্রাইম নিয়ে এটা আমার প্রথম ছবি। ‘সোয়েটার’–এর পর মিষ্টি ছবির পরিচালক হিসাবেই লোকে আমায় চেনে। কিন্তু আমার বিশ্বাস, এই ছবিটা করার পর অন্যভাবে লোকে আমায় চিনবে।এই ছবিতে অনেক বেশি অ্যাকশান এবং মাইন্ড গেম থাকছে। আমি এই ছবিটা নিয়ে আরও বেশি উত্তেজিত কারণ অনেকদিন পর শ্রীলেখাদি এবং সাহেব আবার একসঙ্গে ছবি করছে।সব মিলিয়ে ছবিটা আমার কাছে খুব স্পেশাল।”
এই ছোট ছবি দিয়েই পরিচালক শিলাদিত্য মৌলিক ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন। ‘বিগ ব্যাং’ নামে একটি নতুন ওটিটি প্ল্যাটর্ফমে দেখানো হবে ছবিটি। অ্যাসর্টেড মোশন পিকচার্স এবং বিগ ব্যাং অ্যামিউজমেন্ট যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। শ্রীলেখা এবং সাহেব ছাড়াও ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রাজদীপ সরকার, শুভ্রনীল এবং আরও অনেকে। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন জিৎ মজুমদার। ক্যামেরায় সৌভিক বসু। সঙ্গীত সামলাচ্ছেন সৌমঋত।
আগের বছর জয়া আহসানকে নিয়ে ‘ছেলেধরা’ করার কথা ছিল শিলাদিত্যর। কিন্তু লোকেশন জনিত কারণে ছবির শুটিং পিছিয়ে গিয়েছে। শিলাদিত্যর ‘হৃৎপিণ্ড’ মুক্তির অপেক্ষায়। অতিমারির কারণে এই ছবির রিলিজ সম্ভব হয়নি। অর্পিতা চট্টোপাধ্যায় এবং সাহেব চট্টোপাধ্যায়কে নিয়ে ‘হৃৎপিণ্ড’ বানিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরে রিলিজ করবে ‘হৃৎপিণ্ড’। কিছুদিন আগেই স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে একটি ছোট ছবি বানিয়েছেন তিনি। ছবিটি খুব শীঘ্রই দেখা যাবে। আপাতত ‘ দ্য ইনসাইড জব’–এর শুটিং নিয়ে ব্যস্ত শিলাদিত্য এবং গোটা টিম।