নব্বই দশকে ‘সোনার মেয়ে’ তকমা দেওয়া হয়ছিল তাঁকে। তাঁর . নাচ, অভিনয় তাক লাগিয়েছিল দর্শককে। অনেক দিন পরে তাঁকে আবার ক্যামেরার সামনে দেখবেন সবাই। সৌজন্যে বিগ বস ১৮। সেখানে প্রতিযোগী হিসাবে দেখা যাবে শিল্পাকে। কিন্তু জানেন কি তাঁকে একটা সময় খুবই কঠিন সময়ের মধ্য়ে যেতে হয়েছে। ২০০৮ সালে মা-বাবাকে হারানোর পর খুবই খারাপ সময়ের মধ্য়ে কাটাতে হয়েছিল। সে কথাই বিগ বসের বাড়িতে বলে ফেললেন শিল্পা। তাঁর স্বামীর জন্যই তিনি নিজের সমস্যা থেকে বার হয়েছিলেন। সেই গল্পই এক অন্য প্রতিযোগীর সঙ্গে করছিলেন শিল্পা।
অভিনেত্রী বলছিলেন, “২০০৮ সালে আমার মা-বাবা যখন মারা যায় তখন রীতিমতো অবসাদ গ্রাস করেছিল আমায়। সে সময় আমার স্বামীকে যদি আমি পাশে না পেতাম তা হলে যে কী হত আমি কিছুই বলতে পারব না। সে সময় নিজের কেরিয়ারের মধ্যগগনে ও। নিজের কেরিয়ার জলাঞ্জলি দিয়ে ভারতে ফিরে এসেছিল ও শুধু আমার জন্য। আমার মেয়েও একই ভাবে আমার প্রতিটা মুহূর্তে পাশে থেকেছে। ওরা পাশে না থাকলে আমি এই ভাবে নিজেকে সামলাতে পারতাম না। ভগবানের কাছে সত্যিই কৃতজ্ঞ এমন দুজন মানুষ পেয়েছি নিজের জীবনে। সেই জন্যই মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলাম বলা যেতে পারে।”
সম্প্রতি তাঁকে পর্দায় দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। জানেন কি শাহরুখের চল ছাঁইয়া ছাঁইয়া গানে মালাইকা অরোরার আগে অফার গিয়েছিল শিল্পার কাছেই। কিন্তু সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে সে সবই এখন অতীত।