
সলমন খান, গত দুই বছর ধরেই তিনি বিশ্নোই গ্যাং-এর নিশানায়। একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন তিনি। বাড়ানো হয়েছে ভাইজানের নিরাপত্তাও। এবার হামলা চলল অভিনেত্রী সঙ্গীতা বিজলানির বাড়িতে। একদা সলমনের সঙ্গে তাঁর প্রেম ছিল গভীর। বর্তমানে আবারও কাছাকাছি তাঁরা। গত কয়েকদিন ধরেই তা নিয়ে খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ৯ জুলাই জন্মদিন ছিল সঙ্গীতার। সেই পার্টিতেও হাজির হতে দেখা যায় সলমন খানকে। এবার সেই সঙ্গীতার বাড়িতে চলল হালমা। তবে নায়িকার মুম্বইয়ের বাড়িতে নয়, ঘটনা ঘটে তাঁর পুণের ফার্মহাউসে।
মুম্বইয়ে জন্মদিন কাটিয়ে, বেশ কিছুদিন পর পুনের বাড়িতে যান সঙ্গীতা। ১৮ জুলাই সেখানে পৌঁছাতেই নায়িকার চোখ ওঠে কপালে। বাড়ির এ কী অবস্থা? সঙ্গীতা দেখেন তাঁর বাড়ির দরজা ভাঙা হয়েছে। কাটা হয়েছে জানালার গ্রিলও। তিনি দ্রুত বিষয়টা পুলিশকে জানান। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে অভিনেত্রীর বাড়ির সিসিটিভি ক্যামেরা, রেফ্রিজারেটর, আসবাবপত্র প্রভৃতি। অভিনেত্রীর কথায়, ‘‘আমার দুই পরিচারিকাকে নিয়ে ফার্মহাউসে গিয়েছিলাম। সেখানে পৌঁছেই চমতে যায়। দেখি বাড়ির মূল দরজা ভাঙা। আমরা যখন ভিতরে গেলাম, দেখলাম জানালার গ্রিলটাও কাটা। একটা টিভি সেট নেই। আরেকটা ভাঙা ছিল।’’
এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, সলমনের ঘনিষ্ঠ হওয়াই হল কাল? কারণ বেশ কিছুদিন ধরে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। সেই কারণেই কি এবার নিশানায় সঙ্গীতা? এই হামলা চালানোর পিছনে কে বা কারা, সেই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।