Shovan-Sohini: পড়ন্তে বিকেলে সোহিনীকে দেখে নিজেকে আটকাতে পারলেন না শোভন!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 03, 2023 | 5:37 PM

Shovan-Sohini: তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু আকারে-ইঙ্গিতে, হাবে-ভাবে সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় বুঝিয়েই দিচ্ছেন 'বসন্ত এসে গেছে'... নির্ধারিত সময়ের খানিক আগেই। কালীপুজোর রাতে ম্যাচিং পোশাকে ছবি পোস্টই হোক আবার একসঙ্গে ঘুরতে যাওয়া... এ সবই চলছে চুটিয়ে।

Shovan-Sohini: পড়ন্তে বিকেলে সোহিনীকে দেখে নিজেকে আটকাতে পারলেন না শোভন!
সোহিনীকে দেখে নিজেকে আটকাতে পারলেন না শোভন!

Follow Us

তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু আকারে-ইঙ্গিতে, হাবে-ভাবে সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় বুঝিয়েই দিচ্ছেন ‘বসন্ত এসে গেছে’… নির্ধারিত সময়ের খানিক আগেই। কালীপুজোর রাতে ম্যাচিং পোশাকে ছবি পোস্টই হোক আবার একসঙ্গে ঘুরতে যাওয়া… এ সবই চলছে চুটিয়ে। সম্প্রতি ঘুরতে যাওয়ার এক ছবি দিয়েছিলেন সোহিনী। লিখেছিলেন, “গল্পের পাতা থেকে উঠে আসা সেই বিকেলবেলা…”।

পড়ন্ত বিকেলে খোলা চুলে রোদ গায়ে মেখে পোজ দিয়েছিলেন নায়িকা। আর নায়িকার প্রেমের সিক্ত গায়কের হৃদয়ও কমেন্ট করা থেকে নিজেকে কিছুতেই আর আটকে রাখতে পারল না। দেখুক লোকে, হোক আলোচনা, কথাতেই তো বলে, ‘যব প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’? শোভন লিখলেন, “পাতার মতোই শৌখিন অথচ সহজ”।

সোহিনীর কিছু দিন আগেই প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ হয়। প্রাক্তন নতুন প্রেম করছেন, এ নিয়ে তাঁর কী বক্তব্য? এ প্রশ্নই টিভিনাইন বাংলা সম্প্রতি রেখেছিল রণজয়ের কাছে। তিনি বলেন, ““সোহিনীর নতুন প্রেম নিয়ে আমার কোনও বক্তব্য নেই। তবে এটুকু বলতে চাই, আমি ওকে খুব সম্মান করি।” অন্যদিকে এই বছরের শুরুতেই ব্রেকআপ হয় শোভন ও স্বস্তিকা দত্তের। নিজের কাজ নিয়ে এই মুহূর্তে দারুণ ব্যস্ত স্বস্তিকা। আর শোভন? তিনি আপাতত মজে সোহিনীর স্নিগ্ধতায়।

 

 

Next Article
Subhashree Ganguly: মেয়ের জন্মের পর এই প্রথম ছবি দিলেন শুভশ্রী, কেন করলেন দুঃখপ্রকাশ?
Arijit Singh: ‘সরি, কিছুতেই পারব না’, ভক্তের ‘অন্যায় অনুরোধ’ ফিরিয়ে ‘হিরো’ অরিজিৎ