গাছের পিছনে শাড়ি বদলানোর আর্জি, কেন চেঁচিয়ে ওঠেন অমিতাভ?

শোভনার এই মন্তব্য পুরোনো আমলে শুটিংয়ের বহু স্মৃতি উসকে দিয়েছে। একটা সময়ে মেকআপ ভ্যান ছিল না। আউটডোর শুটিংয়ে গাছের আড়ালে পর্দা টাঙিয়ে পোশাক বদলাতে হতো নায়িকাদের। গাড়ির জানলায় পর্দা লাগিয়ে পোশাক বদল করেও শুটিং করতে হতো বহু নায়িকাকে।

গাছের পিছনে শাড়ি বদলানোর আর্জি, কেন চেঁচিয়ে ওঠেন অমিতাভ?

| Edited By: Bhaswati Ghosh

Jun 10, 2025 | 7:20 PM

দক্ষিণী ছবির নায়িকা শোভনার জীবনের ঘটনা এটা। একবার একটা গানের দৃশ্যের শুটিং হচ্ছিল। সেখানে বেশ কয়েকবার কস্টিউম বদলানোর প্রয়োজন ছিল নায়িকার। তবে মেকআপ ভ্যান ছিল দূরে। কলাকুশলীদের মধ্যে একজন বলে ওঠেন, ”উনি মালয়ালম ছবির অভিনেত্রী। ওঁদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি। মেকআপ ভ্যান দূরে রয়েছে। উনি গাছের পিছনেই শাড়ি বদল করে নিতে পারবেন।”

শোভনা শুটিং করছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে। এই কথা শোনার পর অমিতাভ শুটিংয়ের মাঝে চেঁচিয়ে ওঠেন। কে এমন মন্তব্য করার সাহস করল, সেই কথা জানতে চান। শোভনাকে এমন কথা বলা যে একেবারে ঠিক হয়নি, সেটা বুঝিয়ে দিয়েছিলেন বিগ বি। শোভনা একটা সাক্ষাত্‍কারে বিগ বি-র চরিত্রের এই ভালো দিকটাই তুলে ধরেছেন। সেটে উপস্থিত নায়িকাদের সঙ্গে অশালীন আচরণ করলে বা অযৌক্তিক কোনও কথা বললে, বিগ বি যে চিত্‍কার করতে ভোলেন না, সেটা খোলসা করেছেন অভিনেত্রী।

শোভনার এই মন্তব্য পুরোনো আমলে শুটিংয়ের বহু স্মৃতি উসকে দিয়েছে। একটা সময়ে মেকআপ ভ্যান ছিল না। আউটডোর শুটিংয়ে গাছের আড়ালে পর্দা টাঙিয়ে পোশাক বদলাতে হতো নায়িকাদের। গাড়ির জানলায় পর্দা লাগিয়ে পোশাক বদল করেও শুটিং করতে হতো বহু নায়িকাকে। এসব চ্যালেঞ্জ নেওয়ার বিষয়টা মোটেই সহজ নয়। তবে পরিস্থিতির চাপে পড়ে যা করতে হতো, সেটাই যদি অভ্যাসে পরিণত হয়, তা হলে মুশকিল। তাই এই ঘটনায় বিগ বি-র এমন প্রতিবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন নেটিজেনরা।