‘স্ত্রী ২’-এর সাফল্যের মাঝে কী নতুন সুখবর শোনালেন শ্রদ্ধা কাপুর?

Bollywood: এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নেপথ্যে 'স্ত্রী ২'। মাত্র কয়েক দিনেই বক্স অফিসে কয়েকশো কোটির অঙ্ক তুলে নিয়েছে নায়িকার ছবি। এই ছবিতে অবশ্য শ্রদ্ধা ছাড়াও দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অপরশক্তি খুরানা, অভিষেক বন্দোপাধ্যায়-সহ আরও অনেককে। ছবি ভাল ব্যবসা করার পরেই সুখবর শোনালেন নায়িকা।

'স্ত্রী ২'-এর সাফল্যের মাঝে কী নতুন সুখবর শোনালেন শ্রদ্ধা কাপুর?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2024 | 7:24 PM

এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নেপথ্যে ‘স্ত্রী ২’। মাত্র কয়েক দিনেই বক্স অফিসে কয়েকশো কোটির অঙ্ক তুলে নিয়েছে নায়িকার ছবি। এই ছবিতে অবশ্য শ্রদ্ধা ছাড়াও দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অপরশক্তি খুরানা, অভিষেক বন্দোপাধ্যায়-সহ আরও অনেককে।

ছবি ভাল ব্যবসা করার পরেই সুখবর শোনালেন নায়িকা। শোনা যাচ্ছে ঠিকানা বদলাচ্ছেন অভিনেত্রী। এ কথায় অনেকেই ভেবে নিয়েছেন যে তাহলে হয়তো নায়িকা এবার বিয়ের পিঁড়িতে বসছেন। না, তেমনটা নয়। নতুন বাড়ি ভাড়া নিচ্ছেন নায়িকা। মুম্বইয়েই এক নায়কের বাড়িই ভাড়া হিসাবে নিচ্ছেন নায়ক। অভিনেতা হৃত্বিক রোশনের সমুদ্রমুখী বা়ড়ি ভাড়া নিচ্ছেন নায়িকা। হৃত্বিকের এই ফ্ল্যাটের দাম প্রায় ১০০ কোটি টাকা। আবার এই বাড়ির পাশেই থাকেন অভিনেতা অক্ষয় কুমার। বলা যেতে পারে, এবার অক্ষয়ের প্রতিবেশি হবে শ্রদ্ধা।

আগে শোনা গিয়েছিল, হৃত্বিকের এই বাড়িটি ভাড়া নেবেন অভিনেতা বরুণ ধওয়ান। স্ত্রী নাতাশা দালাল আর মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকার কথা ছিল নায়কের। বরুণ নয়, শ্রদ্ধা ভাড়া নিচ্ছেন নায়কের ফ্ল্যাট। ২০২০ সালে এই বাড়িটি কিনেছিলেন হৃত্বিক। তাঁর এই বাড়ির জানলা থেকে সরাসরি দেখা যায় আরব সাগর। চার বছর আগে তাঁর এই বাড়ির দাম নিয়েছিল ৯৭.৫০ কোটি প্রায় ১০০ কোটি টাকা। শ্রদ্ধার এই নতুন বাড়িতে যাওয়ার কথা শুনে অনেকেই ভেবে নিয়েছেন যে ছবির সাফল্যর জন্য নিজেই হয়তো নিজেকে এটা উপহার দিচ্ছেন। তবে নতুন বাড়িতে যাওয়ার প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি শ্রদ্ধা।