e হঠাৎ রাস্তার মাঝে যা করলেন শ্রদ্ধা কাপুর! দেখেই থমকে গেল সবাই - Bengali News | Shraddha kapoors simple gesture with kids wins hearts online - TV9 Bangla News

হঠাৎ রাস্তার মাঝে যা করলেন শ্রদ্ধা কাপুর! দেখেই থমকে গেল সবাই

ঘটনাটি একেবারেই অনাড়ম্বর। কোনও বড় অনুষ্ঠান নয়, কোনও মঞ্চও নয়। সাধারণ পোশাকে, প্রায় মেকআপহীন অবস্থায় শ্রদ্ধা হঠাৎই দেখা পান কয়েকজন শিশুর। শিশুরা তাঁকে ঘিরে ধরে কথা বলতে শুরু করে, কেউ প্রশ্ন করে, কেউ ছবি তুলতে চায়। আর শ্রদ্ধা? তিনি কোনও তাড়া না দেখিয়ে, ধৈর্য নিয়ে সবার সঙ্গে কথা বলেন, হাসেন, গল্প করেন, সেলফিও তোলেন।

হঠাৎ রাস্তার মাঝে যা করলেন শ্রদ্ধা কাপুর! দেখেই থমকে গেল সবাই

Jan 30, 2026 | 6:47 PM

গ্ল্যামার আড়ম্বর থাকলেও,তারকা হয়েও যে সাধারণ জীবনযাপন করা যায় তা আবার প্রমাণ করলেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি মুম্বইয়ে একদল ছোট্ট শিশুর সঙ্গে তাঁর স্বতঃস্ফূর্ত কথোপকথনের একটি ভিডিও ও ছবি সামনে আসতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

ঘটনাটি একেবারেই অনাড়ম্বর। কোনও বড় অনুষ্ঠান নয়, কোনও মঞ্চও নয়। সাধারণ পোশাকে, প্রায় মেকআপহীন অবস্থায় শ্রদ্ধা হঠাৎই দেখা পান কয়েকজন শিশুর। শিশুরা তাঁকে ঘিরে ধরে কথা বলতে শুরু করে, কেউ প্রশ্ন করে, কেউ ছবি তুলতে চায়। আর শ্রদ্ধা? তিনি কোনও তাড়া না দেখিয়ে, ধৈর্য নিয়ে সবার সঙ্গে কথা বলেন, হাসি ঠাট্টা, গল্প করেন, সেলফিও তোলেন।

সবচেয়ে বেশি যে বিষয়টি মানুষের নজর কেড়েছে, তা হল অভিনেত্রীর ব্যবহার। তারকা হওয়ার কোনও দূরত্ব রাখেননি তিনি। শিশুদের প্রশ্ন তিনি মন দিয়ে শুনেছেন, কারও মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, কারও সঙ্গে মজা করেছেন। এই স্বাভাবিক, নিখাদ আচরণই মন ছুঁয়ে গিয়েছে ভক্তদের।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে প্রশংসার ঢল নামে। অনেকেই লিখেছেন, “এই কারণেই শ্রদ্ধা আলাদা”, কেউ আবার বলেছেন, “স্টার হওয়া আর মানুষ হয়ে থাকা দুটোই একসঙ্গে সম্ভব, শ্রদ্ধা সেটা দেখালেন।”

বলিউডে বহুদিন ধরেই শ্রদ্ধা কাপুর তাঁর ভদ্র, মাটির কাছাকাছি স্বভাবের জন্য পরিচিত। পর্দায় যেমন নানা চরিত্রে নিজেকে ভাঙেন, বাস্তব জীবনেও তেমনই সহজ থাকতে ভালোবাসেন তিনি।

কাজের দিক থেকেও সময়টা ব্যস্ত সময় কাটছে অভিনেত্রীর। একাধিক নতুন ছবির কাজ রয়েছে হাতে। তবে ব্যস্ততার মাঝেও এমন ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে ভোলেন না তিনি।
চলতি বছর অগষ্টে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘নাগজীলা’। কার্তিক আরিয়ানের সাথে শ্রদ্ধার জুটির এই মজার ছবি দেখার জন্য অপেক্ষায় ভক্তরা।