করোনা আক্রান্ত সুরকার শ্রাবণ রাঠোর, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 19, 2021 | 4:19 PM

বলিউড সূত্রে খবর, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন শ্রাবণ। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। শ্রাবণের শারীরিক অবস্থার এখনও পর্যন্ত কোনও উন্নতি হয়নি।

করোনা আক্রান্ত সুরকার শ্রাবণ রাঠোর, শারীরিক অবস্থা আশঙ্কাজনক
শ্রাবণ রাঠোর।

Follow Us

নাদিম-শ্রাবণ। এক সময়ে বলিউডে (bollywood) একসঙ্গে উচ্চারিত হত এই সুরকার জুটির নাম। বহু জনপ্রিয় গান সৃষ্টি করেছেন তাঁরা। সেই জুটির শ্রাবণ রাঠোরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

বলিউড সূত্রে খবর, কয়েকদিন আগে করোনায় (covid 19) আক্রান্ত হন শ্রাবণ। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। শ্রাবণের শারীরিক অবস্থার এখনও পর্যন্ত কোনও উন্নতি হয়নি।

শ্রাবণের ছেলে সঞ্জীব রাঠোর সাংবাদিকদের বলেন, “বাবার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। মাহিমের এল এল রাহেজা হাসপাতালে ভর্তি রয়েছেন। বাবার কোমর্বিডিটি রয়েছে। অবস্থা একেবারেই ভাল নয়। আপনারা সকলে বাবার জন্য প্রার্থনা করুন।”

আরও পড়ুন, শিশুটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন বরুণ ধাওয়ান!

নয়ের দশকে ‘আশিকি’, ‘সাজন’, ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘দিওয়ানা’-র মতো ছবি সমৃদ্ধ হয়েছিল এই জুটির সুরে। দর্শকের মুখে মুখে ফিরত এই সব ছবির গান। সেই প্রিয় সুরকারের শারীরিক অবস্থার অবনতির কথা শুনে ভেঙে পড়েছেন অনুরাগীরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে ভারত। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দিল্লিতে আজ রাত ১০টার পর থেকে আগামী কয়েকদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। অন্যদিকে মুম্বইতে চলছে জনতা কার্ফু। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সচেতনতার অভাবকে দায়ি করছেন চিকিৎসকদের বড় অংশ। সর্বস্তরে করোনা সংক্রান্ত স্বস্ত্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

Next Article