শহরে করোনা সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে৷ প্রতি সেকেন্ডে আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার করোনার হানা টলিপাড়ার অন্দরে। আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য।
শ্রীমা একা নন আক্রান্ত তাঁর গোটা পরিবার৷ মা,বাবা,ভাই এবং শ্রীমা সবারই রিপোর্ট আসে পজিটিভ। বেশ কিছুদিন যাবৎ শরীরে অস্বস্তি করছিল। মাথা ব্যথা, অল্প জ্বরও ছিল৷ সেই একই উপসর্গ দেখা দেয় অভিনেত্রীর পরিবারের সকলের। তাই দেখে করোনা পরীক্ষা করান নায়িকা। জানালেন TV9 বাংলাকে। তবে চার জনেই হোম আইসোলেশনে রয়েছেন৷ অনলাইন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর(শ্রীমা) যেহেতু সিটি লেভেল বেশ কম সেটা একটু চিন্তার কারণ। তাছাড়া আপাতত সব ঠিকই আছে। পরিবারের সবাই আক্রান্ত তাই এই মুহুর্তে শ্রীমার ভরসা তার ছোটবেলার পাড়ার বন্ধুরা৷ এক বন্ধু গতকালই অক্সিমিটার দিয়ে গেছে। এই কয়েকটা দিন বন্ধুদের উপর নির্ভর করেই কাটাতে হবে বললেন অভিনেত্রী।
এই মুহূর্তে কোন কাজ করছিলেন না৷ কিছুদিন আগে একটি প্রজেক্টের কথা হয় কিন্তু সেই কাজও তিনি ফিরিয়ে দেন। শেষ সান বাংলায় ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিকে তাঁকে দেখে দর্শক। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন শ্রীমা।
আরও পড়ুন-ফেডারেশনের ডাক পেল না আর্টিস্ট ফোরাম, শুটিংয়ের ভবিষ্যৎ নিয়ে ফের বৈঠক