মা (celeb mom) হতে চলেছেন গায়িকা (singer) শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সোশ্যাল মিডিয়ায় নিজেই কিছুদিন আগে এই সুখবর শেয়ার করেছিলেন। এ এক নতুন অভিজ্ঞতা। আর এই জার্নিতে নতুন করে চিনতে পারছেন নিজের মাকে। এ হেন শ্রেয়া এ বার মায়ের জন্মদিন পালন করলেন।
শ্রেয়ার মা শর্মিষ্ঠা ঘোষাল ৬০-এ পা দিলেন। ঘোষাল পরিবারের অবশ্যই স্পেশ্যাল অনুষ্ঠান। ধুমধাম করে সেলিব্রেট করলেন শ্রেয়া। মায়ের জন্মদিনে কেক কাটা থেকে মায়ের পছন্দের খাবারের আয়োজন করেছিলেন তিনি। সেই সেলিব্রেশনের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন শ্রেয়া।
শ্রেয়া লিখেছেন, ‘মায়ের ৬০তম জন্মদিন। ওয়াও! মাকে দেখে কিন্তু ৬০ মনে হয় না, তাই না? মা সব সময় তুমি সুস্থ থাকো, আনন্দে থাকো। যাতে তুমি আমাকে প্যাম্পার করতে পার, আবার আমিও…। এ বার তুমি দিদিমা হতে চলেছ, দারুণ উত্তেজনা হচ্ছে!’
দিন কয়েক আগে কেক কেটে নিজের জন্মদিও সেলিব্রেট করেছেন শ্রেয়া। সেই আনন্দও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
নিজের বেবি বাম্পের ছবি টুইট করেছিলেন শ্রেয়া। তাঁর এবং শিলাদিত্যের নাম মিলিয়ে শ্রেয়াদিত্য হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি লিখেছিলেন, ‘বেবি শ্রেয়াদিত্য আসছে।’ শ্রেয়া লিখেছিলেন, ‘আপনাদের সকলের সঙ্গে এই খবরটা শেয়ার করতে আমার আর শিলাদিত্যর খুবই উত্তেজনা হচ্ছে। জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ প্রয়োজন।’
আরও পড়ুন, ‘গুড ফর নাথিং’ অভিষেকের ‘সুন্দরী স্ত্রী’, ট্রোলিংয়ে শিকার অভিনেতা
শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। শিলাদিত্যর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া। এ বার এক নতুন শুরু। মা হিসেবে নতুন দায়িত্ব নেবেন শ্রেয়া। স্বভাবতই খুশি তিনি। কিন্তু এ বার ব্যক্তিজীবনের ততটুকুই প্রকাশ পেল, যতটুকু শ্রেয়া চাইলেন।