‘গুড ফর নাথিং’ অভিষেকের ‘সুন্দরী স্ত্রী’, ট্রোলিংয়ে শিকার অভিনেতা

অভিষেকের আসন্ন ছবি ‘দ্য বিগ বুল’। তার ট্রেলার দেখার পর জনৈক ব্যক্তি তাঁকে ‘গুড ফর নাথিং’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি লিখেছেন, অভিষেককে হিংসে করার একমাত্র কারণ, তাঁর সুন্দরী স্ত্রী রয়েছেন। অর্থাৎ নিশানা ঐশ্বর্যার দিকেই।

‘গুড ফর নাথিং’ অভিষেকের ‘সুন্দরী স্ত্রী’, ট্রোলিংয়ে শিকার অভিনেতা
অভিষেক বচ্চন।
Follow Us:
| Updated on: Mar 24, 2021 | 3:13 PM

বাবা অমিতাভ বচ্চন। মায়ের নাম জয়া বচ্চন। এ হেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) কেরিয়ারে কতটা সফল, এ প্রশ্ন প্রায়ই সামলাতে হয় তাঁকে। বাবা-মায়ের সাফল্যের মাপকাঠিতে তাঁর বিচার হতে হতে সেই তালিকায় যোগ হয় অভিষেকের স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের নামও। তারকা খচিত পরিবারে ব্যর্থতার খতিয়ান লিখছেন একমাত্র তিনি, এ হেন বিশ্লেষণ করেন বহু দর্শক। সোশ্যাল মিডিয়ায় ট্রোলও করা হয় তাঁকে। ফের ট্রোলের শিকার অভিনেতা। তবে ট্রোলের উত্তরও দিলেন নিজস্ব কায়দায়।

অভিষেকের আসন্ন ছবি ‘দ্য বিগ বুল’। তার ট্রেলার দেখার পর জনৈক ব্যক্তি তাঁকে ‘গুড ফর নাথিং’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি লিখেছেন, অভিষেককে হিংসে করার একমাত্র কারণ, তাঁর সুন্দরী স্ত্রী রয়েছেন। অর্থাৎ নিশানা ঐশ্বর্যার দিকেই।

এই ট্রোলের জবাবে অভিষেক লেখেন, ‘ওকে। আপনার মতামতের জন্য ধন্যবাদ। কৌতূহল হচ্ছিল…আপনি এতজনকে ট্যাগ করেছেন, ঠিক কাকে কথাটা বললেন বলুন তো? আমি তো জানি ইলিনা এবং নিকি বিয়ে করেনি। বাকি অজয় কুকি, সোহম তো বিবাহিত, সুতরাং…।’

এর আগে অভিষেককে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনার কি মনে হয় না, অমিতাভ বচ্চনের ছেলে বলেই আপনি কাজ পাচ্ছেন?’ এর উত্তরে অভিষেক বলেন, ‘আপনি যেটা বলছেন সেটা সত্যি হলে ভাবুন তো, কত কাজ আমি পেতাম।’

নেপোটিজমের চর্চা বলিউডে নতুন নয়। অভিষেকও স্টার কিড। ফলে নিজস্ব যোগ্যতার মাপকাঠিতে বেশিরভাগ সময়ই তাঁর বিচার হয় না। সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ মনে করেন, এভাবে আক্রমণ কুরুচিকর। এখন প্রত্যেকেই নিজস্ব মতামত সোশ্যাল ওয়ালে জানাতে পারেন। সেটাই ব্যক্তি স্বাধীনতা। কিন্তু তারকাদেরও ব্যক্তি হিসেবে সম্মান করতে শিখতে হবে। কারও সম্পর্কে সঠিক তথ্য না জেনে তাঁর সমালোচনা, তাঁকে ব্যক্তি আক্রমণ করা যায় কি? এই প্রশ্নও রয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে।

প্রথম প্রথম ট্রোলিংয়ে তেমন পাত্তা দিতেন না অভিষেক। কিন্তু এখন তিনিও মুখ খোলেন। এমন সপাট জবাব দিয়ে অভিষেক উচিত কাজ করেছেন বলেই মনে করেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন, নির্বাচনী প্রচারের মধ্যেই মিমি চক্রবর্তীর জন্য স্বস্তির খবর!