লাল বেনারসী। গয়না। কপালে চন্দন। মুকুটের সাজে সেজেছেন অভিনেত্রী (Actress) শ্রুতি দাস (Shruti Das)। তবে এই সাজে তাঁকে শ্রুতি বলে না ডেকে ‘নোয়া’ বলে ডাকতে পারেন আপনি। কারণ জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে নোয়ার চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। আর এই লুক তাঁর রিল লাইফের।
‘নোয়া’র বিয়ে। পাত্র কিয়ান। শ্রুতি নিজের বধূবেশের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘কিয়ানের বউ’। চিত্রনাট্য অনুযায়ী, এর আগে পরিস্থিতির চাপে কিয়ান সিঁদুর পরিয়েছিলেন নোয়াকে। এবার তাঁদের সামাজিক বিয়ে।
অভিনয়ের স্বার্থে এর আগেও বধূ বেশে দেখা গিয়েছে শ্রুতিকে। বাস্তব জীবনে তাঁকে কবে এই লুকে দেখা যাবে, তা নিয়ে কৌতূহল রয়েছে অনুরাগীদের মধ্যে। পরিচালক স্বর্ণেন্দু সম্মাদারের সঙ্গে শ্রুতির প্রেমের সম্পর্কের কথা টেলি পাড়ার সকলেই জানেন। দুই পরিবারও তাঁদের আশীর্বাদ করেছেন। ভ্যালেন্টাইন ডে-হোক বা দুজনের ডিনার ডেট- পিডিএ করার একটা চান্সও মিস করেন না শ্রুতি। রিয়েল লাইফে কবে বিয়ে করছেন, সে বিষয়ে যদিও এখনও প্রকাশ্যে কিছু জানাননি তিনি।
টেলিভিশনের পর্দায় যে কোনও ধারাবাহিকে বিয়ে একটা বড় সময় জুড়ে চলে। বিয়ের ঘটনা জুড়ে নানা নাটকীয় মোড় তৈরি হয় ধারাবাহিকে। দেশের মাটিও তার ব্যতিক্রম নয়। সংশ্লিষ্ট চ্যানেলে ইতিমধ্যেই নোয়ার বিয়ের একটি প্রোমো দেখা যাচ্ছে। সেখানে বিয়ের দিনই কোনও দুঃসংবাদ পাবে নোয়ার পরিবার। কীভাবে এক হবে এই জুটি তা জানার জন্য দর্শকের চোখ থাকবে টিভির পর্দায়।
আরও পড়ুন, নকল মানুষদের আমি পছন্দ করি না: দেবলীনা কুমার