
সোশ্যাল মিডিয়ায় গায়িকা দেবলীনা নন্দীর কনটেন্ট এখন অত্যন্ত জনপ্রিয়। তিনি স্টেজ শো-এ গান করেন। এই মুহূর্তে যে বাংলা ছবিতে প্লেব্যাক করছেন এমন নয়। তবে সোশ্যাল মিডিয়াতে নিজের পেজ থেকে যেসব গান পোস্ট করেন, তা বেশ জনপ্রিয় হয়েছে। একই সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে ভিডিয়ো পোস্ট করেন তিনি। বিয়ের পর তাঁর বর বা মা সকলেই সেই কনটেন্টের অংশ হচ্ছেন।
সম্প্রতি দেবলীনা জামাইষষ্ঠীতে বরের সঙ্গে পাত পেড়ে বসে খাচ্ছেন, সেই ভিডিয়ো পোস্ট করেছেন। সেই সূত্র ধরেই অতীতে তাঁর ভয়ঙ্কর কষ্টের দিনের কথা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দেবলীনা নিজেই বলেছেন, ”একটা সময়ে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল। বাবা আর কাজ করতে পারছিল না। সেই সময়ে চরম অর্থ কষ্টের মধ্যে আমাদের পড়তে হয়। আমাদের কিছু আত্মীয় মাকে বদনাম করে যে, মা নাকি ঠিকমতো চিকিত্সা করাচ্ছে না বাবার। অথচ এরকম কিছুই না। সেই সময়ে এক-একটা দিন কী রান্না হবে ঠিক ছিল না। পাশের বাড়ি থেকে কেউ ম্যাগির প্যাকেট দিলে, ভাই ম্যাগিটা খেত।আমি ম্যাগির জল খেতাম। ভাই মুড়ি খেতে। আমি মুড়ির জলটুকুই খেতাম। এরপর মা একদিন বিষের শিশি নিয়ে এসে বলে, ”সোনামা একটা জিনিস খাবি? ওটা খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ব”। সত্যি মাকে না খেয়ে থাকতে দেখেছি। এতটা অর্থকষ্টের মধ্যে ছিলাম আমরা, মা বুঝতে পারছিল না কী করবে। যাই হোক, সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে স্টেজ শো করা শুরু করেছিলাম।”
এরকম অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে যে ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দেবলীনা, সেই কারণে তাঁর অনুরাগীরা অনেক শুভেচ্ছা জানিয়েছেন গায়িকাকে। দেবলীনা এখন শহরের নামী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও হয়ে উঠেছেন।