মিথ্যা রটনায় বিরক্ত গায়িকা ইমন, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করলেন

একটা মিথ্যে খবরকে কেন্দ্র করে বিরক্ত গায়িকা ইমন চক্রবর্তী। সেই খবরে লেখা আছে, 'আমাকে মারা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে...'। বিয়ের এত দিন পর নাকি এমন দাবি করেছেন গায়িকা। অথচ ইমন চক্রবর্তী আর নীলাঞ্জন ঘোষের সুসম্পর্কে কোনও দিনই ছেদ পড়েনি। এমন খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর দু' দিন ধরে ইমনের কাছে সত্যি জানতে চেয়ে ফোন আসছে। গায়িকার বাবা এই খবর নিয়ে চিন্তিত। গায়িকার ক্লাসের বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে এটা অবাক হওয়ার মতো ব্যাপার।

মিথ্যা রটনায় বিরক্ত গায়িকা ইমন, সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করলেন

| Edited By: Bhaswati Ghosh

Sep 06, 2025 | 4:54 PM

একটা মিথ্যে খবরকে কেন্দ্র করে বিরক্ত গায়িকা ইমন চক্রবর্তী। সেই খবরে লেখা আছে, ‘আমাকে মারা হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে…’। বিয়ের এত দিন পর নাকি এমন দাবি করেছেন গায়িকা। অথচ ইমন চক্রবর্তী আর নীলাঞ্জন ঘোষের সুসম্পর্কে কোনও দিনই ছেদ পড়েনি। এমন খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর দু’ দিন ধরে ইমনের কাছে সত্যি জানতে চেয়ে ফোন আসছে। গায়িকার বাবা এই খবর নিয়ে চিন্তিত। গায়িকার ক্লাসের বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে এটা অবাক হওয়ার মতো ব্যাপার।

বিষয়টায় বিরক্ত হয়ে ইমন ফেসবুকে লিখেছেন, ”আমি প্রথমে ইগনোর করেছি। কিন্তু তারপর বাবা এটা পাঠালেন। ইগনোর করতে পারলাম না। বিনোদনের নামে কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো? ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা, বোধ কিছু থাকলে কেউ এভাবে খবর করে না…নোংরামির সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনারা। এগুলো খুব বিরক্তিকর আর লজ্জার। আর কত নীচে নামবেন আপনারা?”

TV9 বাংলাকে ইমন জানালেন, ”এমন খবরের কোনও সত্যতা না থাকলেও সকলে সেটা বুঝে পারেন না। তাই অনেকের মধ্যে চিন্তা তৈরি হয়। যেমন আমার বাবার মনে চিন্তা হয়েছে। যাঁরা ঠিকভাবে সাংবাদিকতা করেন, তাঁদের কাছেই জানতে চাইছি, এভাবে কোনও তথ্য যাচাই না করে কি সোশ্যাল মিডিয়াতে যা খুশি লিখে দেওয়া যায়? এমন অদ্ভুত আচরণের জন্য কারও কোনও বড় ক্ষতি হয়ে যেতে পারে।” ইমনের অনুরাগীরা অনেকেই আইনি ব্যবস্থা নিতে বলেছেন গায়িকাকে।