AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাজার খেয়ে নিচ্ছে নকল কুমার শানু!তাঁকে নাগালে পেয়েই কী করে বসলেন আসল কুমার শানু?

Kumar Shanu: নয়ের দশকের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার শানু। তাঁর কেরিয়ারে হিটের তালিকাই বেশি। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় ৩৫ বছর। মোট ২৬টা ভাষায় গান গেয়েছেন গায়ক। জানেন কি গায়ককে নকল করেই সংসার চালান এক ব্যক্তি। শুধু গায়কের কণ্ঠ নয়, তাঁর হাঁটা-চলা, কথা বলা, সবটাই হুবহু কুমার শানু।

বাজার খেয়ে নিচ্ছে নকল কুমার শানু!তাঁকে নাগালে পেয়েই কী করে বসলেন আসল কুমার শানু?
| Edited By: | Updated on: Nov 09, 2024 | 3:00 PM
Share

 

নয়ের দশকের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার শানু। তাঁর কেরিয়ারে হিটের তালিকাই বেশি। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন প্রায় ৩৫ বছর। মোট ২৬টা ভাষায় গান গেয়েছেন গায়ক। জানেন কি গায়ককে নকল করেই সংসার চালান এক ব্যক্তি। শুধু গায়কের কণ্ঠ নয়, তাঁর হাঁটা-চলা, কথা বলা, সবটাই হুবহু কুমার শানু।\

‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ‘নকল’ কুমার শানুকে দেখে রীতিমতো চমকে গেলেন গায়ক। শুধু বাহ্যিক দিক থেকে নয় কণ্ঠ একেবারে হুবহু। এমনটাও যে হতে পারে আশা করেননি গায়ক। কুমার শানু সঙ্গে থাকা বাকি বিচারকরা যেমন শ্রেয়া ঘোষাল এবং বিশালও তাঁর গান শুনে অবাক। তিনি নিজেকে ‘জুনিয়র কুমার শানু’বলেন তিনি। মঞ্চে প্রিয় গায়ককে দেখে রীতিমতো কেঁদে ফেললেন তিনি। সেই ব্যক্তির নাম গাজিউল। গান শুনে মোহিত সিনিয়র কুমার শানু।

তিনি বললেন, “এবার বুঝতে পারছি আমার শোগুলো কোথায় যাচ্ছে। ” অর্থাত্‍ তাঁর দাবি, ‘নকল’ কুমার শানুর জন্যই মন্দা যাচ্ছে তাঁর। তবে সব কথাবার্তাই হচ্ছিল মজার ছলে। রিয়্যালিটি শোয়ের মঞ্চে ডুয়েট গাইলেন তাঁরা। তাঁদের পারফরম্যান্স উপভোগ করলেন শ্রেয়া এবং বিশাল। শুধু কুমার শানু নয়, এমন অনেক বিখ্যাত গায়কদের কণ্ঠ নকল করে বহু শিল্পীরাই তাঁদের সংসার চালায়। তবে ইন্ডিয়াল আইডলের মঞ্চে ‘নকল’ কুমার শানুর কণ্ঠ শুনে খুশি হয়েছেন শ্রোতারা। রীতিমতো প্রশংসা করেছেন দর্শক।