‘ঈশ্বর আমায় সেই ক্ষমতা দেয়নি’, কেন আক্ষেপের সুর লগ্নজিতার কণ্ঠে?
Lagnajita: কয়েকদিন আগেই সুব্রত বারিশওয়ালা গীতিকারদের নিয়ে হওয়া অবিচার প্রসঙ্গে আলোকপাত করেন। যার জন্যে একটি দীর্ঘ পোস্টও করতে দেখা যায় তাঁকে। সেই প্রসঙ্গেই এবার সহমত প্রকাশ করলেন গায়িকা। করলেন এক দীর্ঘ পোস্ট।

লগ্নজিতা চক্রবর্তী, সাধারণত লাইমলাইট থেকে নিজেকে সরিয়ে রাখেন ঠিকই, তবে যেখানে যখন প্রয়োজন মনে করেন, মন্তব্য করতে দু’বার পিছপা হন না। তাই সুব্রত বারিশওয়ালার পোস্টের পরিপ্রেক্ষিতেও চুপ থাকলেন না গায়িকা। কয়েকদিন আগেই সুব্রত বারিশওয়ালা গীতিকারদের নিয়ে হওয়া অবিচার প্রসঙ্গে আলোকপাত করেন। যার জন্যে একটি দীর্ঘ পোস্টও করতে দেখা যায় তাঁকে। সেই প্রসঙ্গেই এবার সহমত প্রকাশ করলেন গায়িকা। করলেন এক দীর্ঘ পোস্ট।
লগ্নজিতা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “কিছুদিন আগে সুব্রত বারিশওয়ালা লিরিসিস্টদের নিয়ে একটি পোস্ট করেছিল, যেটা সৃজিত মুখোপাধ্যায় সহ আরও অনেকে শেয়ার করেছিলেন। আমি গীতিকার নই, কোনও দিন হতেও পারব না। ঈশ্বর আমায় সেই ক্ষমতা দেয়নি। তাও দুটো কথা না বলে পারছি না। গত ছয় মাসে একটি অ্যাওয়ার্ড শোতে গিয়েছিলাম, সেখানে গিয়ে জানলাম ওঁদের লিরিসিস্ট বিভাগটাই নেই। মানে মনোনয়ন, ইত্যাদি না। ক্যাটাগরিটাই নেই। কাজেই মনোনয়নের প্রশ্নই আসছে না। কী অদ্ভুত!”
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, “আমরা সবাই জানি, গত বছরের দুটো হিট ডাকাতিয়া বাঁশি এবং কিশোরী। ডাকাতিয়া বাঁশি নিয়ে বিশেষ কিছু বলতে পারব না, কারণ আমি ক্রেডিট লিস্ট জানলেও মনোনয়ন লিস্ট অত খুঁটিয়ে দেখিনি। কিন্তু কিশোরী গানের যিনি গীতিকার, তিনি শেষ কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোনও মনোনয়ন পাননি। পুরস্কার পেল কিন পরের কথা। নমিনেশনটুকু পায়নি। আমরা তাহলে ধরে নিচ্ছি একটি সুপারহিট গানের জন্য শুধু কণ্ঠ আর পরিচালনাটাই জরুরি। একটা সুপারহিট গানে লিরিক্স কোনও অংশ না। বেলা বোস কি লিরিক্স ছাড়া? নীলাঞ্জনা কি লিরিক্স ছাড়া? তোমাকে চাই কি লিরিক্স ছাড়া? কাউকে দোষারোপ করছি না। কিন্তু এটা ভাবার বিষয়। আমরা যদি গীতিকারদের নিয়ে না ভাবি, ওরা আর গান লিখবে না। আর ওরা না লিখলে আমরা গাইতে পারব না। তাই অনুরোধ করছি যাঁরা গান লেখেন তাঁদের সম্মান করি একটু আমরা প্লিজ?”





