‘সব টাকা ফেরত দিয়ে দেওয়া হবে…’ আরজি কাণ্ডে বড় সিদ্ধান্ত লোপামুদ্রার

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 06, 2024 | 2:38 PM

Lopamudra: কয়েক দিন আগে সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল নিজের অনুষ্ঠান স্থগিত রাখার ঘোষণা করেছিলেন। নেপথ্যে ছিল অবশ্যই আরজি কর কাণ্ড। এবার সেই একই পথে হাঁটলেন লোপামুদ্রা মিত্র এবং জয় সরকার। নিজেদের সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দিলেন শিল্পী।

সব টাকা ফেরত দিয়ে দেওয়া হবে... আরজি কাণ্ডে বড় সিদ্ধান্ত লোপামুদ্রার

Follow Us

কয়েক দিন আগে সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল নিজের অনুষ্ঠান স্থগিত রাখার ঘোষণা করেছিলেন। নেপথ্যে ছিল অবশ্যই আরজি কর কাণ্ড। এবার সেই একই পথে হাঁটলেন লোপামুদ্রা মিত্র এবং জয় সরকার। নিজেদের সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দিলেন শিল্পী। ১৩ সেপ্টেম্বর, অর্থাত্‍ আগামী শুক্রবার বিড়লা সভাঘরে ‘জয়-লোপা’ এক্সপ্রেস নামে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান যে স্থগিত রাখছেন তাঁরা। সে কথাই সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে জানিয়ে দিলেন গায়িকা। ইতিমধ্যে অনেকে টিকিটও কেটে ফেলেছেন। কেউ কেটেছেন অনলাইনে আবার কেউ কেটেছেন অফলাইনে। সেই সমস্যার সমাধানের কথাও লিখে দিয়েছেন গায়িকা।

এ দিন ফেসবুক পোস্টে লোপামুদ্রা লেখেন,”তিলোত্তমার জন্য আমরা কেউ ভাল নেই। এই মানসিক অবস্থায় সব ভুলে হই হই করে গান-বাজনা করায় মন দিতে পারছি না আমরা। আমরা সংগীতশিল্পী , যন্ত্রশিল্পী । আমাদের কাজ মানুষকে ভাল রাখা। দীর্ঘ ৩০ বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে ,আমি , জয় এই কাজই করে চলেছি। আমাদের সঙ্গে জড়িয়ে আছে আরও অনেকগুলো মানুষের পেশা, রুজি-রোজগার । তবু,১৩সেপ্টেম্বর,২০২৪,জয়-লোপা এক্সপ্রেস চলবে না। অনলাইন যাঁরা টিকিট কেটেছেন, তাদের টিকিটমূল্য ব্যাঙ্কে সরাসরি ফেরৎ চলে যাবে। অফলাইন যাঁরা টিকিট কেটেছেন, তাদের কষ্ট করে মূল্য ফেরত নিয়ে যেতে হবে।কোনও জিজ্ঞাস্য থাকলে পোস্টারে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।”

কিছু দিন আগে ন্যায় বিচারের প্রতিবাদে পথেও নেমেছিলেন টলিপাড়াপ সঙ্গীতশিল্পীরা। সুর চড়িয়েছিলেন প্রত্যেকে। ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী থেকে লোপামুদ্রা সবইকে দেখা গিয়েছিল রাস্তায়। পথে না নামলেও সমাজমাধ্যমের পাতায় তীব্র প্রতিবাদ জানান অরিজিত্‍ সিংও। এমনকি কড়া ভাষায় প্রতিবাদ জানান শ্রেয়াও। তিনি লেখেন,”কয়েক দিন আগে শহরে যে ঘটনা ঘটে গিয়েছে তা আমার মনে ভয়ঙ্কর ভাবে প্রভাব ফেলেছে। একজন মহিলা হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই ১৪ সেপ্টেম্বর আমার যে ট্যুরটি হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী কবে এই শো হবে সেই তারিখটা এখনই বলতে পারছি না। তবে আপাতত এই অনুষ্ঠানটি হবে না।”

Next Article