AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্ল্যান হয়েও কেন অরিজিতের সঙ্গে হয়নি গান? মুখ খুললেন রূপম ইসলাম

প্রায় দু'বছর আগের কথা। হঠাৎ এক সন্ধ্যাবেলায় ফেসুবকে বোমা ফাটালেন বাংলার রকস্টার রূপম ইসলাম। অরিজিৎ সিংয়ের সঙ্গে ছবি পোস্ট করে রূপম তখন ইঙ্গিত দিয়েছিলেন গানের জগতে অসাধরণ কিছু একটা ঘটাতে চলেছেন অরিজিৎ ও রূপম।

প্ল্যান হয়েও কেন অরিজিতের সঙ্গে হয়নি গান? মুখ খুললেন রূপম ইসলাম
| Updated on: Feb 24, 2025 | 4:41 PM
Share

প্রায় দু’বছর আগের কথা। হঠাৎ এক সন্ধ্যাবেলায় ফেসুবকে বোমা ফাটালেন বাংলার রকস্টার রূপম ইসলাম। অরিজিৎ সিংয়ের সঙ্গে ছবি পোস্ট করে রূপম তখন ইঙ্গিত দিয়েছিলেন গানের জগতে অসাধরণ কিছু একটা ঘটাতে চলেছেন অরিজিৎ ও রূপম। তবে সেই পোস্টের বয়স দুবছর কেটে গেলেও, রূপমের দিক থেকেও কোনও উচ্চবাচ্য নেই, অরিজিৎও চুপ। কিন্তু বলে না, ইয়ে পাবলিক হ্যায়… সব জানতি হ্যায়… তাই পাবলিক থুরি অনুরাগীরা কিন্তু ভুলে যাননি অরিজিৎ ও রূপমের সেই জুটির ঘোষণা। আর তাই তো পুরনো সেই পোস্টকে সঙ্গে করেই, অরিজিতের এক ফ্য়ান পেজ দীর্ঘ অপেক্ষার কথা জানাল।

ফ্য়ান পেজের এই পোস্ট নজরে পড়েছে রূপম ইসলামের। তবে তিনি এড়িয়ে যাননি। ফ্য়ান পেজের সেই পোস্টের জবাব দিয়েছেন।

রূপম লিখলেন, The Arijitians যে দাবি করেছেন, তা সংগত/সঙ্গত। তাই এই প্রশ্নের উত্তর দিচ্ছি।
প্রথমত, যে গানটি অরিজিৎ রেকর্ড করবেন, তা খুঁজে বের করতে সময় লেগেছে। যেহেতু এটা ফিল্মের গান হচ্ছে না, তাই খুঁজে বের করবার দায়িত্ব আমি অরিজিৎকেই দিয়েছিলাম। তিনি আমায় তিন-চারটি পছন্দ জানান। আমি তার থেকে একটি বেছে নিই।
এরপর দীর্ঘদিন অরিজিৎ কোনও গান রেকর্ড করেননি, তিনি কণ্ঠস্বরের বিশ্রামের জন‍্য ছুটি নিয়েছিলেন। এটা আনন্দের যে তিনি গলা আবার সারিয়ে নিয়ে কাজে যোগ দিয়েছেন, এবং একটার পর একটা কনসার্ট করতে শুরু করেছেন।

রূপম এই পোস্টে আরও লিখলেন, তাঁর পক্ষ থেকে বলা আছে তিনি এপ্রিল মাসে গানটি রেকর্ড করবেন। আশা করি তাঁর গলা ঠিক থাকবে, তিনি রেকর্ড করতে পারবেন। তবে এটি তো সিনেমার গান নয়, প্রকাশের নির্ধারিত কোনও সময় নেই। কাজেই সময়-সংক্রান্ত চাপ এখানে নেই। অরিজিৎ নিজের কমফর্টেবল সময়েই রেকর্ড করবেন, আমার তরফ থেকে তাঁর সময় নির্বাচনে সম্পূর্ণ সমর্থন থাকবে।