কঠিন অসুখ!দু’বছর সঙ্গীত থেকে দূরে শেখর, কী হয়েছিল?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 19, 2024 | 9:32 PM

সঙ্গীত পরিচালক শেখর রবজিয়ানিকে চেনেন না খুব কম মানুষই আছেন। অসংখ্য হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। একাধিক টেলিভিশন রিয়্যালিটি শো-এ তাঁকে বিচারকের আসনে দেখা গিয়েছে। কিন্তু দু'বছর গায়ককে কোথাও দেখা যায়নি। না কোনও গান বেরিয়েছে। না তাঁকে দেখা গিয়েছে কোনও রিয়্যালিটি শো-এর মঞ্চে।

কঠিন অসুখ!দুবছর সঙ্গীত থেকে দূরে শেখর, কী হয়েছিল?

Follow Us

সঙ্গীত পরিচালক শেখর রবজিয়ানিকে চেনেন না খুব কম মানুষই আছেন। অসংখ্য হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। একাধিক টেলিভিশন রিয়্যালিটি শো-এ তাঁকে বিচারকের আসনে দেখা গিয়েছে। কিন্তু দু’বছর গায়ককে কোথাও দেখা যায়নি। না কোনও গান বেরিয়েছে। না তাঁকে দেখা গিয়েছে কোনও রিয়্যালিটি শো-এর মঞ্চে। এত দিন কোথায় ছিলেন গায়ক? বলিসূত্রে খবর গত দু’বছর গান গাইতে পারেননি তিনি। হারিয়ে ফেলেছিলেন নিজের কণ্ঠস্বর। বাঁ দিকের স্বরতন্ত্রী ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একেবারে বন্ধ হয়ে যায় তাঁর গান গাওয়া। অবসাদ গ্রাস করেছিল গায়ককে। ভেবেছিলেন আর হয়তো কোনও দিন গান গাইতে পারবেন না। দুশ্চিন্তায় ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। চিন্তার কালো মেঘ সরে গিয়েছে। অনেকটাই ভাল আছেন তিনি। সমাজমাধ্যমের পাতায় নিজের সেই দুর্বিসহ অতীতের কথাই ভাগ করে নিয়েছেন গায়ক।

দেশের চিকিত্‍সকরা কোনও কিছুই করতে পারেননি। শেষ পর্যন্ত তাঁকে যেতে হয় সান দিয়াগোতে। সেখানে জেরেমি নামের একজনের সঙ্গে দেখা যায়। হাল ছাড়েননি তিনি। ওই চিকিত্‍সকের পরামর্শেই নিজের কণ্ঠ ফিরে পান তিনি। জেরেমি তাঁকে জনৈক চিকিৎসক, এরিনের কাছে যাওয়ার পরামর্শ দেন। কোভিডের কারণে এরিনের সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি শেখর। তবে জ়ুম কলে তাঁদের কথা হয়। তিনিই তাঁর সব চিকিত্‍সা করেছিলেন।

Next Article