বিয়ের পর প্রথম দোলে কেন ছাড়া-ছাড়া থাকছেন অনুপম-প্রশ্মিতা?

Anupam-Prashmita: বিয়ের পর কেন ছাড়া-ছাড়া থাকছেন গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং গায়িকা প্রশ্মিতা পাল। ২৫ মার্চ দোল। বিয়ের প্রথম দোলে একসঙ্গে থাকছেন না অনুপম-প্রশ্চিতা। কী ঘটেছেন তাঁদের মধ্যে? TV9 বাংলার কাছে মুখ খুললেন অনুপম-জায়া প্রশ্মিতা।

বিয়ের পর প্রথম দোলে কেন ছাড়া-ছাড়া থাকছেন অনুপম-প্রশ্মিতা?
অনুপম এবং প্রশ্মিতা।
Follow Us:
| Updated on: Mar 23, 2024 | 10:42 AM

তাঁদের বিয়ের বয়স মাত্র ২০ দিন। মাসের শুরুতেই, অর্থাৎ, মার্চ মাসের ২ তারিখ ঘরোয়া অনুষ্ঠান করে আইনি বিয়ে সেরেছেন গায়ক- সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং গায়িকা প্রশ্মিতা পাল। ২৫ মার্চ দোল। বিয়ের প্রথম দোলে একসঙ্গে থাকছেন না অনুপম-প্রশ্চিতা। কিন্তু বসন্ত উৎসবে কেন ছাড়া-ছাড়া থাকছেন তাঁরা? TV9 বাংলাকে জানালেন অনুপমের স্ত্রী প্রশ্মিতা।

নতুন করে জীবন শুরু করেছেন অনুপম-প্রশ্মিতা। আগেও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। অনুপমের ক্ষেত্রে এটা তিন নম্বর বিয়ে। যাদবপুরে ইঞ্জিনিয়রিং পড়ার সময় সহপাঠীর সঙ্গে প্রেম এবং বেঙ্গালুরুতে তাঁর সঙ্গে বিয়ে করেন অনুপম। সেই সংসার ভাঙে। তারপর অনুপম বিয়ে করেন গায়িকা-সমাজসেবী পিয়া চক্রবর্তীকে। প্রশ্মিতারও প্রথমে বিয়ে হয় এক চিকিৎসকের সঙ্গে। সেই বিয়েটা ভাঙে। অতীত ভুলে নতুনভাবে শুরু করেছেন অনুপম-প্রশ্মিতা। বিগত দু’বছর সম্পর্কে থাকার পর প্রশ্মিতাকে বিয়ে করেন অনুপম।

কিন্তু বিয়ের পর দলটা একসঙ্গে কাটাতে পারবেন না অনুপম-প্রশ্মিতা। TV9 বাংলাকে প্রশ্মিতা বলেছেন, “আমি আর অনুপম একসঙ্গে দোল কাটাতে পারব না এই বছর। অনুপম দেশের বাইরে থাকবেন। ওকে বাংলাদেশে যেতে হবে। আমি বাড়িতেই বাবা-মায়ের সঙ্গে দোল কাটাব।”

দোল নিয়ে অনেক গান রয়েছে নানা ভারতীয় ভাষায়। প্রশ্মিতার সঙ্গে কথা হবে আর গান নিয়ে কথা হবে না, তাও কি হয়! দোলের গানের মধ্যে প্রশ্মিতার পছন্দ রবিঠাকুরের ‘ওরে গৃহবাসী’। বলেন, “ছোটবেলায় খুব বেশি রং খেলাখেলি করতাম না আমি। রং তুলতে খুবই অসুবিধা হত। ফলে আবির দিয়েই যতটুকু খেলা হত আরকী।”

অনুপমকে যেতে হচ্ছে বাংলাদেশে। আর প্রশ্মিতা থাকবেন কলকাতাতে। যতই দূরে থাকুন না, অনুপম-প্রশ্চিতা কি একে-অপরকে ভুলে থাকবেন!