প্রথম বিয়ে সুখের হয়নি। সন্তান-সংসার গত কয়েক বছর একা হাতে সামলেছেন। তবে আর নয়। আবারও প্রথম থেকে সব কিছু শুরু করার সিদ্ধান্ত নিলেন গায়িকা সুনীতা উপদ্রষ্টা (Sunitha Upadrasta)। ৪২-এ এসে আবারও সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই দক্ষিণী গায়িকা। পাত্র রাম বীরাপাণিনি। তিনি পেশায় ব্যবসায়ী।
ইনস্টাগ্রামে তাঁর দুই ছেলে মেয়ে, বাবা-মা এবং হবু বরের সঙ্গে ছবি শেয়ার করে সুনীতা লেখেন, “প্রত্যেক মায়ের মতো আমারও ইচ্ছে হয় ছেলেমেয়েদের নিজের জীবনে প্রতিষ্ঠিত দেখতে। আমি ভাগ্যবান। আমার সন্তানেরা, আমার বাবা-মা আমাকেও আমার জীবনে খুশি দেখতে চান। অবশেষে সেই সময় আগত। একজন দায়িত্ববান বন্ধুর মতো রাম আমার জীবনে প্রবেশ করেছে। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি আমরা।”
সুনীতা এর আগে মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেন কিরণ কুমার গোপারাজাকে। সেই বিয়ে স্থায়ী হয়নি। তাঁর আগের পক্ষের দুই সন্তানের নাম আকাশ এবং শ্রেয়া। মায়ের সঙ্গেই থাকেন তাঁরা। মায়ের জীবনে এই দ্বিতীয় ইনিংসে তাঁদের যে পূর্ণ সহমত রয়েছে তা ইনস্টা ছবি দেখেই আঁচ করা যায়। মায়ের আনন্দের দিনে এক গাল হাসি নিয়ে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের।
সুনীতা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত নাম। গান গেয়েছেন এসপি বাল বালাসুব্রমানিয়ামের সঙ্গেও। ১৭ বছর বয়সে তিনি কেরিয়ার শুরু করেন। যা এখনও চলছে…