Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখ-পুত্রের সঙ্গে এমএমএস বিতর্ক, মানসিক অবসাদের শিকার, ২৩-এই বর্ণময় অমিতাভের নাতনির জীবন

অল্প বয়সে বিতর্কও নেহাতই কম নেই তাঁকে ঘিরে। সেগুলি কী? দেখে নেওয়া যাক...

| Updated on: Dec 07, 2020 | 2:52 PM
জন্মই হয়েছে ফিল্মি পরিবারে। মা শ্বেতা বচ্চন, বচ্চন পরিবারের মেয়ে। বাবা নিখিল নন্দার শরীরে বইছে কপূর পরিবারের রক্ত। নব্যা নভেলি নন্দা। নেটদুনিয়ার হট সেনসেশন। স্টার কিড থেকে স্টার হওয়ার জার্নি যার প্রায় নাগালে।

জন্মই হয়েছে ফিল্মি পরিবারে। মা শ্বেতা বচ্চন, বচ্চন পরিবারের মেয়ে। বাবা নিখিল নন্দার শরীরে বইছে কপূর পরিবারের রক্ত। নব্যা নভেলি নন্দা। নেটদুনিয়ার হট সেনসেশন। স্টার কিড থেকে স্টার হওয়ার জার্নি যার প্রায় নাগালে।

1 / 11
গতকাল অর্থাৎ রবিবার ছিল তাঁর জন্মদিন। ২৩ বছর পূর্ণ হল তাঁর। এই ২৩ বছরেই নব্যার জীবন হট অ্যান্ড হ্যাপেনিং। পার্টি করতে ভালবাসেন, ভালবাসেন ঘুরতেও।

গতকাল অর্থাৎ রবিবার ছিল তাঁর জন্মদিন। ২৩ বছর পূর্ণ হল তাঁর। এই ২৩ বছরেই নব্যার জীবন হট অ্যান্ড হ্যাপেনিং। পার্টি করতে ভালবাসেন, ভালবাসেন ঘুরতেও।

2 / 11
তাঁর বিকিনি পরা ছবি নেটদুনিয়ায় বাড়িয়েছে পারদের মাত্রা। তবে এই অল্প বয়সে বিতর্কও নেহাতই কম নেই তাঁকে ঘিরে। সেগুলি কী? দেখে নেওয়া যাক...

তাঁর বিকিনি পরা ছবি নেটদুনিয়ায় বাড়িয়েছে পারদের মাত্রা। তবে এই অল্প বয়সে বিতর্কও নেহাতই কম নেই তাঁকে ঘিরে। সেগুলি কী? দেখে নেওয়া যাক...

3 / 11
বছর কয়েক আগে হঠাৎই ইন্টারনেটে এক তরুণ-তরুণীর ঘনিষ্ঠ ভিডিয়ো ফাঁস হয়ে যায়। ভাইরাল হয়ে যায় বিভিন্ন পর্নসাইটে।

বছর কয়েক আগে হঠাৎই ইন্টারনেটে এক তরুণ-তরুণীর ঘনিষ্ঠ ভিডিয়ো ফাঁস হয়ে যায়। ভাইরাল হয়ে যায় বিভিন্ন পর্নসাইটে।

4 / 11
তবে অবাক কান্ড, ভাইরাল হওয়া ভিডিয়োর ছেলে মেয়েদের দেখতে ছিল অবিকল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান এবং অমিতাভ-জয়ার নাতনি নব্যার মতো।

তবে অবাক কান্ড, ভাইরাল হওয়া ভিডিয়োর ছেলে মেয়েদের দেখতে ছিল অবিকল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান এবং অমিতাভ-জয়ার নাতনি নব্যার মতো।

5 / 11
সে সময় ওই ভিডিয়ো নাড়িয়ে দিয়েছিল ফিল্মি দুনিয়াকে। যদিও দুই পরিবারের দাবি ছিল ভিডিয়োটি ফেক। সেলিব্রিটিদের মুখ বসিয়ে নোংরা ভিডিয়ো বানানোর ঘটনা বলিপাড়ার নতুন কিসসা নয়।

সে সময় ওই ভিডিয়ো নাড়িয়ে দিয়েছিল ফিল্মি দুনিয়াকে। যদিও দুই পরিবারের দাবি ছিল ভিডিয়োটি ফেক। সেলিব্রিটিদের মুখ বসিয়ে নোংরা ভিডিয়ো বানানোর ঘটনা বলিপাড়ার নতুন কিসসা নয়।

6 / 11
জয়া বচ্চন একবার বলেছিলেন, নব্যা সবসময় নিজের মতামত প্রকাশ করতে ভালবাসেন। তিনি স্বাধীনচেতা তবে উদ্ধত নন। ভালবাসেন র‍্যাপ মিউজিক শুনতে। দাদু অমিতাভের খুবই কাছের তিনি। হাজার হোক, পরিবারের বড় মেয়ে বলে কথা।

জয়া বচ্চন একবার বলেছিলেন, নব্যা সবসময় নিজের মতামত প্রকাশ করতে ভালবাসেন। তিনি স্বাধীনচেতা তবে উদ্ধত নন। ভালবাসেন র‍্যাপ মিউজিক শুনতে। দাদু অমিতাভের খুবই কাছের তিনি। হাজার হোক, পরিবারের বড় মেয়ে বলে কথা।

7 / 11
নব্যা পিয়ানো বাজাতে ভালবাসেন। ভালবাসেন চুটিয়ে পার্টি করতেও। এই কিছু দিন আগে তাইল্যান্ড থেকেও ঘুরে এসেছেন তিনি। পোশাক নিয়ে বিশেষ ছুঁৎমার্গ নেই তাঁর। ভালবাসেন ডিজাইনার পোশাক।

নব্যা পিয়ানো বাজাতে ভালবাসেন। ভালবাসেন চুটিয়ে পার্টি করতেও। এই কিছু দিন আগে তাইল্যান্ড থেকেও ঘুরে এসেছেন তিনি। পোশাক নিয়ে বিশেষ ছুঁৎমার্গ নেই তাঁর। ভালবাসেন ডিজাইনার পোশাক।

8 / 11
তবে বিকিনিতেও একই ভাবে সাবলীল তিনি। কিছু দিন আগেই ইনস্টাগ্রামে বিকিনি পরে ছবি শেয়ার করে ট্রোলড হতে হয়েছিল তাঁকে। নেটিজেনদের একাংশ তাঁর দাদু-দিদার পরিচয় এবং পরিবারের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তবে বিকিনিতেও একই ভাবে সাবলীল তিনি। কিছু দিন আগেই ইনস্টাগ্রামে বিকিনি পরে ছবি শেয়ার করে ট্রোলড হতে হয়েছিল তাঁকে। নেটিজেনদের একাংশ তাঁর দাদু-দিদার পরিচয় এবং পরিবারের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

9 / 11
নব্যা যদিও সে সব সমালোচনাকে বিশেষ পাত্তা দেননি। নিজের মুখেই স্বীকার করেছিলেন মানসিক অবসাদের কথা। জানিয়েছিলেন প্যানিক অ্যাটাকের কথা।

নব্যা যদিও সে সব সমালোচনাকে বিশেষ পাত্তা দেননি। নিজের মুখেই স্বীকার করেছিলেন মানসিক অবসাদের কথা। জানিয়েছিলেন প্যানিক অ্যাটাকের কথা।

10 / 11
মা অভিনয় জগতে আসেননি। তবে নব্যার নাকি ইচ্ছে রয়েছে গ্ল্যামার জগতে পা রাখার। সত্যি কি তাই? তা যদিও বলবে সময়।

মা অভিনয় জগতে আসেননি। তবে নব্যার নাকি ইচ্ছে রয়েছে গ্ল্যামার জগতে পা রাখার। সত্যি কি তাই? তা যদিও বলবে সময়।

11 / 11
Follow Us:
মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'খুনিরা পাকিস্তানে লুকিয়ে থাকলেও খুঁজে বার করতে হবে', বিস্ফোরক নওশাদ
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
'আমাদের স্কুল যেতেই হবে', আপাতত আন্দোলন প্রত্যাহার
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
বিসর্জনের আগে ঢাক প্রস্তুত করার কাজ করছে তৃণমূল: শঙ্কর ঘোষ
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত