শহরে আমিরের ছবির টিকিট বিক্রিই হল না প্রথম দিনে, ছবি ফ্লপ হবে?

প্রথম দিন আমির খানের ছবি কত টাকার ব্যবসা করতে পারে, তার একটা আন্দাজ তৈরি করেছেন বলিউডের সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা। তাতে দেখা যাচ্ছে প্রথম দিনে ১০ থেকে ১১ কোটি টাকার ব্যবসা করতে পারে এই ছবিটি দেশে। যা আমির খানের অন্য ছবির ব্যবসার তুলনায় বেশ কম।

শহরে আমিরের ছবির টিকিট বিক্রিই হল না প্রথম দিনে, ছবি ফ্লপ হবে?

| Edited By: Bhaswati Ghosh

Jun 18, 2025 | 8:40 AM

১৭জুন খুলে দেওয়া হয়েছে ‘সিতারে জমিন পর’ ছবির অগ্রিম টিকিট বুকিং। কিন্তু যেভাবে সাড়া পাওয়া যাবে ভাবা হয়েছিল, তা পাওয়া গেল না একদিন কেটে গেলেও। শহরের একটি সিঙ্গল স্ক্রিনে তিনটে শো দেওয়া হয়েছে এই ছবিকে আগামী শুক্রবার থেকে। সিনেমা হল মালিক জানালেন, ”শাহরুখ খান বা সলমন খানের ছবির শো দেওয়া হলে প্রথম তিন-চার ঘণ্টায় একটা শো অন্তত হাউজফুল হয়ে যায়। সেখানে সিঙ্গল স্ক্রিনে খুব অল্প টিকিট বিক্রি হয়েছে আমির খানের নতুন ছবির। তবে সপ্তাহান্তে টিকিটের বিক্রি অবশ্যই বাড়বে।”

প্রথম দিন আমির খানের ছবি কত টাকার ব্যবসা করতে পারে, তার একটা আন্দাজ তৈরি করেছেন বলিউডের সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা। তাতে দেখা যাচ্ছে প্রথম দিনে ১০ থেকে ১১ কোটি টাকার ব্যবসা করতে পারে এই ছবিটি দেশে। যা আমির খানের অন্য ছবির ব্যবসার তুলনায় বেশ কম। ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো ছবি বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল একদম প্রথম দিন থেকে। যে কারণে শাহরুখ খানের দখলে সম্প্রতি ১০০০ কোটির ছবি রয়েছে। কিন্তু এই বছর সলমন খানের ‘সিকন্দর’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যদিও জুন মাসে কোনও ছুটির দিনে আমির খানের ছবি মুক্তি পাচ্ছে না, তা-ও ছবিটা নিয়ে দর্শকের মধ্যে কোনও অনীহা আছে কিনা, তা বোঝার চেষ্টা করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা।

আমির খান এর আগে রিমেক ছবি নিয়ে দর্শকের সামনে এসেছিলেন। এটিও রিমেক ছবি। গল্প দর্শকের জানা। তাই শেষ অবধি কীরকম ব্যবসা করে ছবিটা, তা দেখার অপেক্ষা।