
২০০০ সালে ছোটপর্দার দর্শকদের কাছে নস্ট্যালজিয়া ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’। দর্শকদের তখন ঘরের বউ তুলসী অর্থাৎ যে চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন স্মৃতি ইরানি। রাত সাড়ে দশটা মানেই স্টার প্লাস। গোটা পরিবার মিলে বসে পড়তেন টিভি খুলে। সকলে বুঁদ ছিলেন এই মেগা ধারাবাহিকে। দেখতে দেখতে কেটে গিয়েছে ২৫ বছর। তবে ধারাবাহিকের সেলিব্রেশনে দর্শকদের বড় চমক দিল চ্যানেল কর্তৃপক্ষ। আবার আসছে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’। দ্বিতীয়পর্ব। নতুনভাবে নতুন রূপে আবারও ছোট পর্দায় ফিরছেন সকলের আদরের তুলসী। ২০০০ সালে যখন এই ধারাবাহিক শুরু হয়েছিল তখন স্মৃতি ইরানি পারিশ্রমিক পেতেন মাত্র ১৮০০ টাকা এপিসোড পিছু।
২০২৫ সালে দাঁড়িয়ে, অর্থাৎ ২৫ বছর পর এপিসোড পিছু স্মৃতি ইরানি কত পাচ্ছেন শুনলে চমকে উঠবেন। সদ্য স্টার প্লাস থেকে এই খবর সামনে আনা হয়েছে যে আবারও মুক্তি পেতে চলেছে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’। তার প্রোমোও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই চেনা লুকে ধরা দিলেন স্মৃতি ইরানি। তবে এবার টাকার অঙ্ক নেহাতই কম নয়। এপিসোড পিছু তিনি নিচ্ছেন নাকি ১৪ লাখ টাকা। যদিও এই প্রসঙ্গে চ্যানেলের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। তবে টেলিদুনিয়ায় এই প্রসঙ্গে এখন চর্চা তুঙ্গে।