পতৌদি প্যালেসকে বিদায় জানালেন সোহা! কিন্তু কেন?
সোশ্যাল মিডিয়ায় প্রায় নিয়মিত ছুটির আপডেট শেয়ার করতেন সোহা। কখনও বাগানে শর্মিলা ঠাকুরের কোলে বসে ইনায়া। কখনও বা দিদিমা-নাতনির গল্পের আসরের ছবি শেয়ার করেছেন সোহা।

মেয়ে ইনায়া এবং বর কুণাল খেমুকে নিয়ে কয়েকদিন ধরে দিল্লির পতৌদি প্যালেসে ছুটি কাটাচ্ছিলেন বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) সোহা আলি খান (soha ali khan)। ছুটির সময় শেষ। ফের কাজে ফিরতে হবে। তাই পুনরায় দেখা হওয়ার আশা নিয়ে বিদায় নিলেন সোহা।
সোশ্যাল মিডিয়ায় প্রায় নিয়মিত ছুটির আপডেট শেয়ার করতেন সোহা। কখনও বাগানে শর্মিলা ঠাকুরের কোলে বসে ইনায়া। কখনও বা দিদিমা-নাতনির গল্পের আসরের ছবি শেয়ার করেছেন সোহা। ইনায়া কখনও বা কুণালের সঙ্গে সাঁতার শিখেছে। সব মিলিয়ে জমে উঠেছিল ছুটি। মুম্বইয়ে ফের কাজের জগতে ফিরলেন তাঁরা।
সোহা বা কুণাল, কারও ফিল্মি কেরিয়ার খুব একটা উজ্জ্বল নয়। সোহা তাঁর মা শর্মিলা, দাদা সইফের মতো সফল নন। এমনকি করিনা বা পরের প্রজন্মের সারা আলি খানের কেরিয়ারও সোহার তুলনায় সফল। কুণালেরও সিভিতে সফল ছবির সংখ্যা নেহাতই হাতে গোনা। ইনায়ার জন্মের পর এমনিতে অনেক কাজ কমিয়ে দিয়েছেন সোহা। মেয়েকে সময় দেওয়াই এখন তাঁর প্রায়োরিটি। পাশাপাশি লিখতে ভালবাসেন। তাঁর নিজস্ব বইও রয়েছে। অন্যদিকে কুণালও বেছে কাজ করেন। পাশাপাশি পারিবারিক ব্যবসা সামলান তিনি।
সোহার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবি।
বিভিন্ন সাক্ষাৎকার সোহা একাধিকবার জানিয়েছেন, মেয়েকে নিজের মতো করে বড় হওয়ার সুযোগ দেবেন তিনি। কোনও কিছু তার উপরে চাপিয়ে দেওয়া নয়। বরং ইনায়া নিজে যেটা করতে চাইবে, তাতেই বাবা-মা হিসেবে কুণাল এবং সোহার সমর্থন থাকবে। স্টার কিড হিসেবে নয়, অত্যন্ত সাধারণ ভাবেই মেয়েকে বড় করছেন তাঁরা।
আরও পড়ুন, ফের শুরু হচ্ছে ‘দ্য কপিল শর্মা’? নতুন কী কী চমক থাকবে?





