খান পরিবারে বিবাদ? ইদের দিনে বৌদির সঙ্গে এ কী করলেন সোহা!
Soha Ali Khan: মাস কয়েক ধরেই শোনা যাচ্ছে বচ্চন পরিবারে নাকি চলছে জোর অশান্তি। এও শোনা যাচ্ছে, কিছুই নাকি ঠিক নেই ঐশ্বর্যা রাই বচ্চন ও তাঁর ননদ শ্বেতা বচ্চনের মধ্যে। সেই পরিবারের ছায়া কি এবার পড়তে চলেছে খান পরিবারের অন্দরেও? কেন রটছে এই গুঞ্জন?

মাস কয়েক ধরেই শোনা যাচ্ছে বচ্চন পরিবারে নাকি চলছে জোর অশান্তি। এও শোনা যাচ্ছে, কিছুই নাকি ঠিক নেই ঐশ্বর্যা রাই বচ্চন ও তাঁর ননদ শ্বেতা বচ্চনের মধ্যে। সেই পরিবারের ছায়া কি এবার পড়তে চলেছে খান পরিবারের অন্দরেও? কেন রটছে এই গুঞ্জন? সম্প্রতি ইদ উপলক্ষে মেতে উঠেছিল সইফ আলি খানের পরিবার। হাজির ছিলেন করিনা কাপুর থেকে শুরু করে সোহা আলি খান, সাবা আলি খান। সেই উদযাপনের বেশ কিছু ছবি আপলোড করেছেন সোহা। সেই ছবিগুচ্ছের একটি আপলোড করা সময় করিনা কাপুর খানকে ক্রপ করে দিয়েছেন তিনি। কেটে বাদ দিয়েছেন তাঁকে। আর তাতেই বেজায় রেগে গিয়েছেন করিনার ভক্তরা। একজন লিখেছেন, “এরকমটা করলেন কী করে? আপনাদের বাড়ির মেয়ে নয় বলেই কি বাদ দিয়ে দিলেন তাঁকে?” আর একজনের বক্তব্য, “সব ঠিক আছে তো আপনার পরিবারে?”
যদিও সোহার অ্যালবামের পুরোটি দেখলে বোঝা যাবে। ওই নির্দিষ্ট ছবি থেকে বৌদিকে বাদ দিয়ে দিলেন বাকি ছবিগুলিতে করিনা আছেন বহাল তবিয়তে। তাই যা রটেছে তা গুঞ্জন বলেই উড়িয়ে দিতে চান নেটিজেনদের একাংশ। এমনিতে শ্বশুরবাড়ি সম্পর্কে বরাবরই ফুল মার্কশিট দিয়ে এসেছেন তিনি। বারেবারেই জানিয়েছেন শর্মিলার পরিবার তাঁকে মেয়ের মতো ভালবাসা দিয়ে এসেছেন।
View this post on Instagram





